লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Eden Gardens: ইডেন থেকে সেন্টার সরিয়ে নিচ্ছে KKR? পিচ বিতর্কের মাঝেই বড় খবর | Doull Suggests KKR Move Centre From Eden Gardens

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে সরে যাক কলকাতা নাইট রাইডার্স, পরামর্শ দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। হ্যাঁ, শাহরুখ খানের দলকে ইডেন থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কিন্তু কেন? শোনা যাচ্ছে, ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখার্জির ওপর প্রচন্ড ক্ষুব্ধ এই প্রাক্তন কিউই তারকা। সম্প্রতি, ধারাভাষ্য চলাকালীন ইডেনের 22 গজ প্রস্তুতকারক সুজনকে এক হাত নিয়েছেন তিনি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন আচমকা ইডেন থেকে KKR-কে সরে যাওয়ার পরামর্শ?

গত শনিবার, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে, পরাজয়ের পর পিচ নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে দলের ছেলেদের ব্যর্থতার পর পিচের চরিত্র কিছুটা বদলে ফেলার আবেদন জানান নাইট সেনাপতি। অজিঙ্কা আবেদন করেছিলেন, ইডেনের পিচ যাতে স্পিন সহায়ক হয়ে ওঠে সে জন্য কিছু করার।

READ MORE:  Dimitrios Diamantakos: দলের বিরুদ্ধে বিরাট অভিযোগ! ইস্টবেঙ্গল সতীর্থদের নিয়ে মুখ খুললেন দিমিত্রিয়স | East Bengal FC Former Player

তবে শোনা যাচ্ছে, KKR অধিনায়কের সেই আর্জি একেবারেই মানেননি পিচ প্রস্তুতকারক সুজন। তিনি নাকি স্পষ্ট জানিয়ে দেন, তিনি যতদিন দায়িত্বে রয়েছেন পিচের চরিত্র বদলাবে না। কারোর কথা শুনে ইডেনের পিচ বদলানো সম্ভব নয়। সুজনের এমন বক্তব্যের পরই দানা বাঁধে বিতর্ক।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আর এই খবর কানে যেতেই নাকি, কলকাতা নাইট রাইডার্সকে ইডেন থেকে কেন্দ্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রাক্তন কিউই তারকা ডুল। নিউজিল্যান্ড তারকা জানান, পিচ প্রস্তুতকারক যদি অধিনায়কের কথাই না শোনে, তবে KKR-এর উচিত ইডেন থেকে তাদের সেন্টার সরিয়ে নেওয়া।

READ MORE:  JioHotstar Plan: ২৯৯ টাকায় ৯০ দিন! IPL-র জন্য ধামাকা অফার আনল Jio | Jio Dhamaka Offer For IPL 2025

সুজনের সমালোচনায় সরব হন ডুল

সম্প্রতি, অজিঙ্কা রাহানেদের ক্রিকেটের নন্দনকানন ইডেন থেকে সেন্টার সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি পিচ প্রস্তুতকারক সুজন মুখার্জির বক্তব্যকে এক হাত নেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডুল। মিচেল স্ট্যান্টনারদের অভিভাবক বলেন, পিচ প্রস্তুতকারকের কাজ ম্যাচের আগে পিচ প্রস্তুত করা। দলের চাহিদা মেনে কাজ করা। নিজের মতামত দেওয়া নয়। কাজের জন্য তাঁকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। মতামত দেওয়ার জন্য না।

ঘরের মাঠে সুবিধা পাচ্ছে না KKR?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় সব দলই তাদের হোম গ্রাউন্ডকে নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে। চেন্নাই সুপার কিংস যেমন স্পিনার সহায়ক পিচ তৈরি করে ফেলেছে। অন্যদিকে হায়দরাবাদও নিজেদের ঘরের মাঠকে ব্যাটিং সহায়ক করেছে। কিন্তু একই পর্যায়ে দাঁড়িয়ে, ইডেনের মাঠে বিগত কয়েক বছর ধরে লাভের বদলে লোকসান হচ্ছে নাইটদের!

READ MORE:  India Vs Bangladesh: ভারতকে কীভাবে হারাতে পারবে বাংলাদেশ, জানিয়ে দিলেন শান্ত | Najmul Hossain Shanto Over Tomorrows Match

ক্রিকেটের নন্দনকাননে আগে বোলাররা যতটুকু সুবিধা পেতেন, বর্তমানে তাও পাচ্ছেন না বরুণ চক্রবর্তীরা। আর সেই কারণেই, ব্যাটসম্যানদের রান কিছুটা আটকে ইডেনের 22 গজ স্পিন সহায়ক করে তুলতে চাইছেন রাহানে। আর এই সিদ্ধান্তেই ঘোর আপত্তি রয়েছে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজনের।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে নিকেশ ভারতের আরেক শত্রু

বলা বাহুল্য, ইডেনের পিচ নিয়ে বেশ হতাশ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। সম্প্রতি ভোগলে জানিয়েছেন, আমি যদি কলকাতায় থাকতাম যথেষ্ট হতাশ হতাম। IPL-এ প্রতিটা দলই তাদের হোম গ্রাউন্ডের সুবিধা নেয়, তবে দুর্ভাগ্য KKR-এর। কারন নাইট বোলাররা সেটা পারছেন না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.