Educator Recruitment: TET পাশেই মিলবে সুযোগ, ২৭০০ পদে এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকারের | Government Of West Bengal Recruitment
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে শিক্ষা দপ্তর প্রাথমিক স্তরে এবার স্পেশাল এডুকেটর নিয়োগের (Educator Recruitment) নতুন বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। ইতিমধ্যেই নিয়োগের বিধি জারি করে ফেলেছে শিক্ষা দপ্তর। জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের পর এবার প্রাথমিক স্তরেও নিয়োগের অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরে শনিবার এই নিয়োগের বিধি প্রকাশ করা হয়েছে।
নিয়োগের বিধি মারফত জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের OMR শিট এবার থেকে অন্তত ১০ বছর সংরক্ষণ করা হবে। প্যানেল তৈরি করার সময় স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নাম্বার আলাদাভাবে প্রকাশ করা হবে বলে খবর। পাশাপাশি প্যানেলে শেষ প্রার্থীর নাম্বারও প্রকাশ করা হবে, যাতে কোন রকম অনিয়ম ওঠার সুযোগ না থাকে।
যেমনটা জানানো হয়েছে, এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে টেট (TET) উত্তীর্ণ হতে হবে। তবে এখানেই শেষ নয়। টেট পরীক্ষায় ন্যূনতম ৮০ নাম্বার পেতে হবে, পাশাপাশি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার (RCI) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।
নিয়োগের বিধিতে এবার চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণ করে রাখা হয়েছে। পাশাপাশি যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করছেন, তারা এবার থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
বর্তমানে প্রাথমিকে প্রায় ২৭০০টি স্পেশাল এডুকেটর পদ খালি রয়েছে। রাজ্য সরকার এবার নতুন নিয়োগ বিধি জারি করার পর শূন্যপদগুলিতে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। তবে এখনো নিয়োগের কোন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, যা নিয়ে শিক্ষক সংগঠনগুলির মনে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এই নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেছেন, “উচ্চ মাধ্যমিকের পর এবার প্রাথমিক স্পেশাল এডুকেটর নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজ্য সরকার। কিন্তু মূল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কোন নিশ্চয়তা নেই। OBC সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই থমকে রয়েছে। আমরা চাই দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।”
এতদিন পর্যন্ত শুধুমাত্র চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো। তবে এবার রাজ্য সরকার প্রথমবার স্থায়ী নিয়োগের পথে পা বাড়িয়েছে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। রাজ্যের শিক্ষা দপ্তরের এহেন সিদ্ধান্ত এই সমস্ত শিশুদের শিক্ষার ভবিষ্যৎকে আরো সুসংগঠিত করবে বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ। এখন দেখার সরকার কবে চূড়ান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.