আপনারা সবাই জানেন, হিরো বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় একটা বাইকের কোম্পানি হয়ে উঠেছে। প্রতিদিন তারা নতুন নতুন বাইক মার্কেটে নিয়ে আসছে যাতে ভারতের এক নম্বর বাইকের কোম্পানি হওয়ার তকমা তাদের হাত থেকে না সরে যায়। সম্প্রতি হিরো কোম্পানিটি তাদের স্প্লেন্ডার ইলেকট্রিক বাইক নিয়ে এসেছে ভারতের বাজারে। এই বাইকে আপনারা অত্যন্ত শক্তিশালী কিছু বৈশিষ্ট্য এবং দারুন কিছু সুবিধা দেখতে পেয়ে যাবেন। খুব কম দামের মধ্যে এই নতুন বাইকটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে এবং এই বাইকের সব থেকে ভালো বিষয়টা হলো এটাই। এর পাশাপাশি আপনি এই বাইকে খুব ভালো মাইলেজ দেখতে পাবেন। আপনি এই বাইকটিতে এমন কিছু ফিচার দেখতে পাবেন যা এই বাইকটিকে শক্তিশালী পারফরমেন্স এবং বৈশিষ্ট্য দেবে।
আমরা যদি হিরো কোম্পানির এই হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকের কথা বলি, তাহলে এই বাইকে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত শক্তিশালী এবং দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওডোমিটার ওডোমিটার এবং ট্রিপ মিটারের মত বেশ কিছু বৈশিষ্ট্য। এই বাইকে আপনারা ডিস্ক ব্রেক সহ টিউবলেস টায়ারের সাপোর্ট পেয়ে যাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৪.৫৯ ইঞ্জির এলইডি স্ক্রিন পেয়ে যেতে পারবেন। এই বাইকের গতি এবং মাইলেজ বেশ ভালো। এছাড়াও আপনি ফোন চার্জ করার জন্য মোবাইল চার্জিং পোর্ট পেয়ে যাবেন। হিরো স্প্লেন্ডর ইলেকট্রিক বাইকের ওজন ৯৬ কিলোগ্রাম।
এই বাইকে যে ব্যাটারি দেওয়া হয়েছে তার ক্ষমতা হলো ১.৫ কিলোওয়াট ঘন্টা। এই বাইক সম্পূর্ণ চার্জ হতে প্রায় তিন ঘন্টা সময় লাগে। এই বাইকের ব্যাটারি যদি একবার চার্জ হয়ে যায় তাহলে আপনারা ১১৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকে আপনারা আধুনিক বৈশিষ্ট্য সম্বলিত সমস্ত কিছু দেখতে পাবেন। এই নতুন বাইকটি আপনারা পেয়ে যাবেন ১ লক্ষ ৭ হাজার টাকায়। আপনি ইএমআই করে এই বাইক কিনতে পারেন। আপনাকে প্রতিমাসে সেক্ষেত্রে ৯.৪৬ শতাংশ সুদ দিতে হবে, যার কিস্তি চলবে ২৩ মাস পর্যন্ত।