Electric Scooter: মাত্র ১৮৭০ টাকা মাসিক কিস্তিতে আজকেই কিনুন ইলেকট্রিক স্কুটার, ১০০ কিঃমিঃ মাইলেজ সহ দুর্দান্ত ফির্চাস

দিনের অগ্রগতির সাথে প্রতিনিয়ত মানুষের চাহিদাও পরিবর্তন হচ্ছে। এক সময় মানুষ যেখানে পেট্রোল চালিত স্কুটার অথবা বাইক ব্যবহার করতে বেশি পছন্দ করত, সেখানে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের ব্যবহার বেড়েই চলেছে। তবে এবার আর বিশাল আকৃতির স্কুটার অথবা বাইকের মধ্যে সীমাবদ্ধ নেই মানুষের চাহিদা। ইলেকট্রিক গাড়ি সহ একাধিক নতুন ফির্চাস যুক্ত যানবাহন প্রতিনিয়ত শোভা বাড়াচ্ছে রাজপথের। তবে বিগত কয়েক বছরে ভারতীয় বাজারে যে জিনিসটি সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটি হলো ইলেকট্রিক স্কুটার। আমরা আপনাদের বলি, আজ প্রায় প্রত্যেক বাড়িতেই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটার।

READ MORE:  Hero Xtreme 160R 4V-তে ৩০০ সিসির সেফটি ফিচার, দুর্দান্ত লুকের স্পোর্টি ডিজাইন, জানুন গাড়ির দাম

তবে যদি আপনি আপনার বাজেটের জন্য ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে না পারেন এবং আপনি আপনার স্বপ্ন বাস্তবায়িত করতে চান, তবে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি ইলেকট্রিক স্কুটারের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি ক্রয় করতে মাত্র ৫৯ হাজার টাকা খরচ করতে হবে আপনাকে। আর আপনার সমস্ত চাহিদা পূরণ করবে E1X নামের ইলেকট্রিক স্কুটার। যেটি সদ্য লঞ্চ করা হয়েছে ভারতের বাজারে।

READ MORE:  যেকোনো ভাষার মেসেজ পাবেন নিজের ভাষায়, WhatsApp আনল ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার

আমরা আপনাদের বলি, E1X নামের ইলেকট্রিক স্কুটারটির প্রারম্ভিক মূল্য ৫৯ হাজার টাকা থেকে শুরু হয়ে ১.২ লাখ টাকা পর্যন্ত হয়। যার দুর্দান্ত বৈশিষ্ট্য ইতিমধ্যে নজর কেড়েছে স্কুটার প্রেমীদের। আপনারা জানলে অবাক হবেন, ভারতের বাজারে সবচেয়ে কম দামের এই ইলেকট্রিক স্কুটার একবার সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। তাছাড়া, এতে LED হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল, ডিস্ক ও ড্রাম ব্রেকের মতো সুবিধা রয়েছে।

READ MORE:  Acer Aspire 3 i7 12th Gen Discount: 41,990 টাকার দুর্দান্ত ল্যাপটপের দাম 7,000 টাকা কমল, এমন সুযোগ আর আসবে না | Acer Aspire 3 Price

যদি আপনি এই ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে মাসিক কিস্তিতে এর দাম পরিশোধ করার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে আপনাকে প্রথমে ৬০০০ টাকা ডাউন পেমেন্ট এবং আগামী তিন বছরে ৯.৭ শতাংশ সুদে বাকি টাকা প্রদান করতে হবে। অর্থাৎ আপনাকে আগামী ৩৬ মাস মাত্র ১৮৭০ টাকা কিস্তি প্রদান করতে হবে।

Scroll to Top