Electric Scooter: লঞ্চ হচ্ছে টাটা ইলেকট্রিক স্কুটার, একচার্জে চলবে ২৫০ কিমি, জানুন বিস্তারিত

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। এই পরিস্থিতিতে টাটা মোটরসের ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। টাটা মোটরসের নতুন ইলেকট্রিক স্কুটি সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

READ MORE:  Samsung বা Xiaomi নয়, দুনিয়াজুড়ে সবথেকে বেশি বিক্রি হচ্ছে এই স্মার্টফোন

Tata ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশন

ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার এই প্রতিযোগী মার্কেটে পা দিচ্ছে টাটা মোটরস। এই নতুন Tata ইলেকট্রিক স্কুটিতে ১২ KW ব্যাটারি এবং শক্তিশালী হাব মোটর দেখা যাবে। এটি একবার চার্জে প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে, যা অন্যান্য বাজারে উপলব্ধ অনেক ইলেকট্রিক স্কুটারের তুলনায় অনেক বেশি। স্কুটারটি মাত্র ৩ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায় এবং এতে হাইপার চার্জিং সুবিধাও রয়েছে। এই স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ৯০ কিমি প্রতি ঘন্টা।

READ MORE:  IND vs NZ Live: ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ টিভি ও মোবাইলে কখন কোথায় দেখবেন | India vs New Zealand Champions Trophy Match Today Timing

Tata ইলেকট্রিক স্কুটারের দাম

নতুন টাটা ইলেকট্রিক স্কুটারে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, ডাবল ডিস্ক ব্রেক, এলইডি লাইট ইত্যাদি আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই স্কুটারটির দাম। মাত্র ৭৮ হাজার টাকায় এই সব বৈশিষ্ট্য পাওয়া যাওয়া সত্যিই আশ্চর্যজনক। এই স্কুটারটির আকর্ষণীয় দাম এবং উচ্চ পারফরম্যান্স অন্যান্য ব্র্যান্ডের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। টাটা ইলেকট্রিক স্কুটার একটি ইতিবাচক পদক্ষেপ যা ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারকে আরও সক্রিয় করে তুলবে।

READ MORE:  Google Chrome Security Flaw: সবার ফোনে থাকা Google Chrome ব্রাউজারে বড়সড় সমস্যা, ডিভাইসের নিয়ন্ত্রণ যাবে হ্যাকারদের হাতে | Google Chrome Update Alert

Scroll to Top