Electricity Bill: এই গরমের বিদ্যুতের বিল হবে অর্ধেক! শুধু এই কটি উপায় মেনে চললেই বাজিমাত | These 7 Tricks Will Save Your Electricity
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি, ফ্রিজ থেকে শুরু করে ওভেন, ওয়াশিং মেশিন, সবকিছুতেই বিদ্যুৎ বেশি লাগে। আর মাসের শেষে বিলের অঙ্ক দেখেই মধ্যবিত্তদের মাথায় হাত পড়ে। কিন্তু আপনি কি জানেন? কয়েকটি ছোট ছোট ট্রিক্স খাটালেই বিদ্যুতের বিল হয়ে যায় অর্ধেক। তাই যদি আপনিও বিদ্যুতের বিলের বোঝা কমাতে চান তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অনেকেই হয়তো ভাবেন, কম তাপমাত্রায় এসি চালালে বেশি ঠান্ডা পাওয়া যায়। কিন্তু অনেকে এই বিষয়ে অবগত না যে, যত তাপমাত্রা কমানো হবে তত বিদ্যুতের বিল বেশি খরচ হয়। তাই এসি মোটামুটি ২৫ থেকে ২৬ ডিগ্রীতে রাখার চেষ্টা করুন। এতে ঘর থাকবে ঠান্ডা এবং আরামদায়ক, আবার বিলও কম আসবে।
এক ঘরে অনেকগুলি হাই পাওয়ার যন্ত্র লাগালে সেখানে তাপমাত্রা বেড়ে যায়। তাই এসিকে অতিরিক্ত খরচ করতে হয় এবং বিদ্যুতের বোঝা বাড়ে। তাই এসি যে ঘরে লাগানো রয়েছে, সেই ঘরে এই ধরনের যন্ত্রপাতি না থাকাই ভালো।
রোজ রোজ অল্প অল্প করে জামাকাপড় না কেঁচে একসঙ্গে অনেক জামাকাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে নিন। এতে বিদ্যুতের বিল অনেকটাই সাশ্রয় হবে। বিশেষ করে সপ্তাহে দুদিন একসঙ্গে অনেক কাপড়চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে কেঁচে নিতে পারেন। এতে মেশিনও কম চলবে এবং বিদ্যুতের বিলও কম আসবে।
পুরনো দিনের হলুদ আলো বা ফিলামেন্টের বাল্ব প্রচুর পরিমাণে বিদ্যুৎ খায়। তার বদলে এলইডি বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। শুধু তাই নয়, এতে আলোর জোরও বেশি।
অনেকে হয়তো ভাবে, রিমোট দিয়ে টিভি বন্ধ করা মানে টিভি অফ। আসলে তা না! তখনো টিভি থাকে স্ট্যান্ডবাই মোডে। আর এতে বিদ্যুতের খরচ হয়। তাই প্রতি বার ব্যবহারের শেষের টিভির মূল সুইচ অফ করে রাখুন।
ফোন চার্জ শেষ হয়ে গেলে চার্জার অনেকেই প্লাগে লাগিয়ে রেখে দেন। আর এটি নিঃশব্দে বিদ্যুৎ খরচ করে যার। ফোন চার্জে না থাকলেও ইলেকট্রিসিটি খরচ করে। তাই চার্জ দেওয়া হয়ে গেলে অবশ্যই বোর্ডের সুইচ অফ করে দিন।
গরম খাবার রান্না করার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকাবেন না। কারণ সেটিকে ঠাণ্ডা করতে অনেক বেশি শক্তি ক্ষয় করতে হয় ফ্রিজকে এবং বিদ্যুতের বিলও বাড়ে। তাই খাবার একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকান এবং সবথেকে বড় ব্যাপার, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না।
এই ছোটখাটো টিপসগুলি মেনে চললেই বিদ্যুতের বিল হবে অর্ধেক। বিল কমার সঙ্গে সঙ্গে টাকাও সাশ্রয় হবে। ফলে আপনি নিজেও হতে পারবেন একজন স্মার্ট কনজিউমার। তাই এই চাঁদিফাটা গরমের শুরুতেই টিপসগুলি কাজে লাগান।
সোনার বাজারে টানা পাঁচ দিন ধরে মূল্যহ্রাস অব্যাহত রয়েছে। আজ, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, সোনার…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের জঙ্গি হামলার ঘটনা এখনও দাগ কেটে…
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল একটি নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প। ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আদর্শ। এটি…
যদি আপনি Jio ব্যবহারকারী হন এবং 200 টাকায় প্রায় 20 দিন পর্যন্ত চলবে এমন প্ল্যান…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? ট্রেনের টিকিট (Train Ticket)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে আসন্ন সুপার কাপের (Super Cup 2025) সূচি। সোমবার ভারতীয় ফুটবল…
This website uses cookies.