Empress Wu Zetian: মাস্ক, আম্বানি, আদানির একত্রিত সম্পত্তিও নস্যি! বিশ্বের সবথেকে ধনী ছিলেন এই মহিলা | This Woman Was The Richest In The World
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ধনকুবেরদের কথা উঠলেই এলন মাস্ক, জেফ বেজোস, গৌতম আদানি, মুকেশ আম্বানি এদের কথা প্রথমেই মনে আসে। হ্যাঁ, আমরা এদেরকেই হয়তো পৃথিবীর সবথেকে ধনী মানুষ হিসেবে চিনি। কিন্তু ইতিহাস ঘাটলে এমন এক নারীর কথা উঠে আসবে, যিনি আধুনিক যুগের ধনকুবেরদের সম্মিলিত মোট সম্পদের থেকেও বেশি ধনী ছিলেন। কি শুনতে অবাক লাগছে? আসলে বাস্তবে এটাই সত্যি।
আমরা যার কথা বলছি, সেই মহিলা ছিলেন চীনের সম্রাজ্ঞী উ জেতিয়ান (Empress Wu Zetian)। একবার ভাবুন, বর্তমান সময় অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল 16 ট্রিলিয়ন মার্কিন ডলার। আর এই বিপুল সম্পদের কথা শুনলে যে কারো চক্ষু চড়কগাছে উঠবে। কিন্তু ইতিহাস বলছে, তিনিই ছিলেন বিশ্বের সবথেকে ধনী নারী।
চীনের তাং রাজবংশের সময় অর্থাৎ, খ্রিস্টীয় সপ্তম শতকে সম্রাজ্ঞী উ জেতিয়ান রাজত্ব করছিলেন। ইতিহাস বলছে, তিনি 690 সাল থেকে 705 সাল পর্যন্ত চীনের নারী সম্রাজ্ঞী ছিলেন। তিনি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিলেন না, বরং অর্থনৈতিক দিক থেকেও তার অবদান ছিল জুড়ি মেলা ভার।
তার শাসনকালের এখনকার জিংপিং এর দেশ ছিল বিরাট শক্তিশালী এবং ধনী সাম্রাজ্য। তিনি দেশের খাজনা, কর, বিরাট জমির মালিকানা এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। আর এগুলি থেকেই সম্পদের পাহাড় গড়ে তোলেন।
আমরা একটু ইতিহাস ঘাটলে জানতে পারবো, সম্রাজ্ঞী উ জেতিয়ানের সম্পদের মূল উৎস ছিল চীনের রাজকোষের উপর নিয়ন্ত্রণ, সাম্রাজ্যের জমিজমা, খনিজ সম্পদের মালিকানা, জনসাধারণের উপর করের বোঝা এবং রেশম পথ দিয়ে চলা বাণিজ্যে হস্তক্ষেপ।
সূত্র বলছে, চীনের তাং সাম্রাজ্য সেই সময় বিশ্বের বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। আর সেই জায়গার একছত্র অধিপত্য বিস্তার করেছিল উ জেতিয়ান। ঐতিহাসিকদের মতে, যদি আজকের আর্থিক হিসাব দিয়ে তার সম্পদ বিবেচনা করা হয়, তাহলে তা 16 ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে, যা একসঙ্গে লন মাস্ক, জেফ বেজোস, গৌতম আদানি, মুকেশ আম্বানি, সবার মিলিত সম্পদের থেকেও কয়েক গুণ বেশি।
সম্রাজ্ঞী উ জেতিয়ানের জীবনী আজও বহু বই, সিনেমা, কিংবা টিভি সিরিজে চোখে পড়ে। ‘Empress of China’ নামের জনপ্রিয় এক চীনা ধারাবাহিকে তার আত্মকথা এক নতুন রূপে ফুটে উঠেছে। তার নেতৃত্ব, দায়িত্ব গ্রহণ, ঐতিহাসিক প্রভাব এবং বিরাট সম্পদের মালিকানা দিয়ে তিনি রয়ে গেছেন ইতিহাসের এক কিংবদন্তির কাতারে। যিনি একধারে ছিলেন রাজনীতি ও সংস্কৃতি নিয়ে এবং একধারে ছিলেন অর্থনৈতিক জগতের প্রভাবশালী নারী।
আইফোন কিলার হিসেবে বাজারে জনপ্রিয়তা লাভ করেছিল OnePlus। ইতিমধ্যেই সংস্থাটি একাধিক স্মার্টফোন বাজারে এনেছে। সম্প্রতি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
ভিভো তাদের X সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 Ultra আজ লঞ্চ করল। আপাতত এটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাইড্রোজেন বোমা (Hydrogen Bomb) তৈরিতে বিরাট সাফল্য চিনের। জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিজের একটি ব্যবসা (Business Idea) শুরু করতে,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের ফাটল আলগা হয়েছে। শান্তিতে নোবেল…
This website uses cookies.