EPF-এ ব্যাঙ্কের বিবরণ ঠিক আছে? সহজ পদ্ধতিতে করুন আপডেট
শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয়, রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মীরা নানারকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যার মধ্যে অন্যতম হল পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুবিধা। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আপনার পক্ষে সহায়ক হবে। এমনিতে পিএফ অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এতে জমা থাকা অর্থের উপরও সুদ দেওয়া হয়।
কার কখন টাকার দরকার পড়ে যায় সেটা তো বলা যায় না। এহেন অবস্থায় পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আপনার পিএফ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই এটির সঙ্গে লিঙ্ক করতে হবে। আপনি যদি ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন বা এতে কোনও ভুল তথ্য প্রবেশ করিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা তুলতে পারবেন না।
ভুল অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে আপনাকে আপনার ব্যাঙ্কের বিবরণ পরিবর্তন করতে হবে। এর জন্য আপনাকে ইপিএফও মেম্বারস পোর্টালের ওয়েবসাইট যেতে হবে। সেখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।এর পরে, আপনাকে ম্যানেজ এর ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ড্রপ-ডাউন মেনু থেকে কেওয়াইসি অপশন সিলেক্ট করতে হবে।
এর পরে, আপনাকে আপনার ব্যাংক নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে অ্যাকাউন্ট নম্বর, নাম এবং IFSC কোড প্রবেশ করতে হবে। এর পর সেভ এ ক্লিক করতে হবে। তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টের অনুমোদন পাওয়ার পরে, আপনার দ্বারা আপডেট করা ব্যাঙ্কের বিবরণ অনুমোদিত কেওয়াইসির বিভাগে দেখা যাবে।
বর্তমানে ইপিএফও কর্মীদের অনলাইনে দাবি করতে হয়, যার সময় লাগে ৭ থেকে ১০ দিন। তবে শীঘ্রই এর জন্য এটিএম থেকে পিএফ-এর টাকা তোলার ব্যবস্থাও চালু করা হবে। যাতে আপনি অবিলম্বে টাকা তুলতে সক্ষম হবেন।
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
This website uses cookies.