EPF Pension: ১০০০ থেকে বেড়ে ৭৫০০ হচ্ছে EPF-র সর্বনিম্ন পেনশন? বিরাট দাবি | Increase Minimum EPF Pension, House Panel Tells Centre
সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ সালে দাঁড়িয়ে মাত্র ১০০০ টাকা মাসিক পেনশন! প্রবীণ নাগরিকদের সংসার কীভাবে চলবে? এই প্রশ্ন তুলে সর্বনিম্ন কর্মচারী ভবিষ্যৎ তহবিল বা EPF-র পেনশন (EPF Pension) বাড়ানোর সুপারিশ দিল সংসদীয় শ্রম বিষয়ক কমিটি। জানা যাচ্ছে, কমিটি কেন্দ্রীয় সরকারকে EPFO-র অধীনে পরিচালিত এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS) আওতায় ন্যূনতম পেনশন বাড়ানোর সুপারিশ দিয়েছে। কিন্তু আদৌ কি বাড়বে পেনশন? চলুন জেনে নিই।
২০১৪ সাল থেকে EPF-র অধীনে সর্বনিম্ন পেনশন ১০০০ টাকা বহাল রয়েছে। আর সেভাবেই চলছে এতদিন। তবে শ্রমিক উন্নয়ন এবং পেনশনভোগীদের সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করছে যে, এই ন্যূনতম পেনশন কমপক্ষে ৭৫০০ টাকা করা হোক। কিন্তু এবছরও সেই দাবি মানা হয়নি। এবার ফের সংসদীয় কমিটি তাদের সুপারিশ দিয়েছে। তাদের বক্তব্য, ২০১৪ সালের তুলনায় ২০২৪ সালে মানুষের জীবনযাত্রার খরচ কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাই পেনশনের পরিমাণও বাড়ানো দরকার।
এক রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সময়ের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় যদি বিবেচনা করা হয়, তাহলে ১০০০ টাকার মাসিক পেনশন খুবই নগণ্য। ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়টি দ্রুত বিবেচনা করতে হবে।
কমিটির তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় এবং EPF-র উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। তাছাড়া এই স্কিম চালু হওয়ার ৩০ বছর পর প্রথমবার এর কার্যকারিতা পরিচালনা করা হচ্ছে। কমিটি পরামর্শ দিয়েছে, ২০২৫ সালের মধ্যে এই সমীক্ষার কাজ শেষ করতে হবে। পাশাপাশি এই পেনশন স্কিম কতটা কার্যকরী হবে এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে।
আসলে সত্যিই কি বর্তমানে ১০০০ টাকায় সংসার চালানো যায়? প্রবীণ নাগরিকদের ন্যূনতম অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার জন্য EPF-র পেনশন দ্রুত বাড়ানো উচিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবার দেখার বিষয় কেন্দ্রীয় সরকার কত তাড়াতাড়ি এই সুপারিশ কার্যকর করে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.