প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমান সময়ে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড অনেক কর্মচারীর জন্য অবসরকালীন সঞ্চয়ের এক প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল আর্থিক সুবিধা প্রদান করে তা নয়, প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার মানকে আরও উন্নত করার একটি দারুণ প্রচেষ্টা করে। তাইতো ভারতের কোটি কোটি গ্রাহকদের প্রভিডেন্ট ফান্ড সদস্যদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে এবার গ্রাহকদের জন্য বাড়ানো হতে চলেছে অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমস এর সীমা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ASAC এর সীমা নিয়ে বড় পদক্ষেপ
সূত্রের খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ASAC অর্থাৎ অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমস এর সীমা বাড়ানো নিয়ে গত ২৮ মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি)-এর ১১৩তম নির্বাহী কমিটির বৈঠকে আলোচিত হয়েছে। দীর্ঘ আলোচনা চলার পর অবশেষে ASAC এর সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এবং এই প্রস্তাব শ্রম ও কর্মসংস্থান সচিব সুমিতা দাওরার অনুমোদন পেয়েছে। জানা গিয়েছে এই সিদ্ধান্ত প্রভিডেন্ট ফান্ড সদস্যদের আর্থিক সুবিধা ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে উন্নীত হবে। তবে সবটাই নির্ভর করছে সিবিটি-র ওপর। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই EPFO সদস্যরা এএসএসি-র মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের পিএফ থেকে তুলতে পারবেন।
এর আগে করোনাকালে অর্থাৎ ২০২০ সালের এপ্রিলে ইপিএফও সদস্যরা এএসএসি-র মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার জরুরি অবস্থার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত উত্তোলনের সুবিধা দিয়েছিল। সেখান থেকে গত বছর অর্থাৎ ২০২৪ সালে মে মাসে এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়। এবং চিকিৎসার বাইরে শিক্ষা, বিবাহ এবং গৃহ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্যও প্রসারিত করা হয়। সম্প্রতি এক অফিসিয়াল তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ সালের ৬ মার্চ পর্যন্ত EPFO রেকর্ড ২.১৬ কোটি অটো ক্লেম প্রক্রিয়া করেছে। এর আগে ২০২৩-২৪ সালে এই সংখ্যা ছিল ৮৯.৫২ লক্ষ। এছাড়া, দাবি প্রত্যাখ্যানের হার গত বছরের ৫০ শতাংশ থেকে কমে ৩০ শতাংশে নেমে এসেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ইপিএফও-র দক্ষতা বৃদ্ধি
অন্যদিকে গত কয়েক বছর ধরেই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ইপিএফওর ডিজিটাল সিস্টেমগুলি পুনর্গঠনে জোর দিয়েছে শ্রম মন্ত্রক। আর এই আবহেই জানা গিয়েছে, মে-র শেষে বা জুন মাসের শুরুতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর গ্রাহকেরা ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে এবার বাড়তি সুবিধা পেতে চলেছে। UPI এর মাধ্যমে সরাসরি এই তহবিলের ব্যালেন্স দেখতে পাবেন তাঁরা। যার ফলে ৭৪ লক্ষ গ্রাহক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই UPI এর নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াকে এই সংক্রান্ত তথ্যের উপর যাবতীয় অনুমোদন ইতিমধ্যেই দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।