EPFO: শুধুই নয় নিশ্চিন্তে অবসর, PF অ্যাকাউন্ট থাকলেই মিলবে আরও সুবিধা, জানেন? | PF Account Benefits You Sholud Know
পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মরত নাগরিকদের জন্য অবসরকালীন সঞ্চয়ী প্রকল্প হল এপিএফ। কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক নিয়মের পরিবর্তন এনেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। একদিকে যেমন গোটা সিস্টেমের আধুনিকীকরণ হচ্ছে তেমনি আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে টাকা তোলা থেকে কোম্পানি বদলের পর ট্রান্সফারের পক্রিয়া।
ইপিএফের নিয়ম অনুযায়ী, মাসিক বেতনের ১২% জমা করতে হয়। একই পরিমাণ জমা করে কাজ দেওয়া সংস্থা বা কোম্পানিও। এরপর কোম্পানির তরফ থেকে দেওয়া ৮.৩৩% চলে যায় পেনশন বা এপিএসে আর বাকি ৩.৬৭% চলে যায় এপিএফে। জমা হওয়া এই টাকার উপর ৮% এরও বেশি হারে সুদ পাওয়া যায়। যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে।
সাধারণত পিএফের টাকা অবসরকালে তুললেই সবথেকে ভালো। এক্ষেত্রে ৫৮ বছর বয়স হলে অবসর নেওয়ার পর এককালীন টাকা পাওয়া যায়। তবে চাইলে এর আগেও টাকা তুলতেই পারেন। যদিও সেক্ষেত্রে সবটা তুলে নেওয়া যায় না, কিছুটা রাখতেই হয়।
নিয়ম অনুযায়ী, কোনো কর্মী কাজ ছেড়ে দেওয়ার পর বা চলে যাওয়ার পর যদি ১ মাসেরও বেশি সময় ধরে বেকার থাকেন তাহলে তিনি মোটা জমা অর্থের ৭৫% পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন। আর যদি দু মাসের বেশি কর্মহীন হয়ে থাকেন তাহলে বাকি থাকা ২৫% টাকাও তুলে নিতে পারবেন।
তবে এই নিয়ম ছাড়াও আরও কিছু ক্ষেত্রে টাকা তোলা যেতে পারে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন তাহলে চিকিৎসার জন্য যত টাকা মাইনে পান তার ৬ গুণ পর্যন্ত টাকা বা তার কম যদি জমা রাশি হয় তাহলে সবটাই তুলে নেওয়া যেতে পারে।
এখানেই শেষ নয়, কর্মীরা ৭ বছর চাকরি রকার পর বিয়ের জন্য বা পড়াশোনার জন্য মোট ইপিএফে জমা রাশির ৫০% পর্যন্ত টাকা তুলে নিতে পারেন। টাকা তোলার জন্য আগে অনলাইনে আবেদন করার পক্রিয়া বেশ জটিল ছিল, তবে এবার সেটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তাছাড়া EPF 3.0 চালু হলে ATM এর মাধ্যমেই PF এর টাকা তোলা সম্ভব হবে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.