লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

EPFO: ATM অতীত, এবার UPI থেকেই তোলা যাবে PF-র টাকা, আসছে নয়া সুবিধা | EPFO Might Start PF Wihtdrawal With UPI Soon

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কী চাকরিরত? কোম্পানির তরফ থেকে ইপিএফ (EPFO) এর সুবিধা প্রদান করে? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবছরের শুরু থেকেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একের পর এক নয়া ঘোষণা করে চলেছে। একদিকে যেমন সিস্টেম আপডেট হচ্ছে তেমনি আগের তুলনায় অনেক কাজ সহজ হয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এবার জানা যাচ্ছে প্রয়োজনে প্রফিডেন্ট ফান্ড বা PF এর টাকা UPI এর মাধ্যমেও তুলে নেওয়া যাবে। আজকাল কমবেশি সকলেই স্মার্টফোন ব্যবহার করেন আর তাতে গুগুল পে বা ফোন পে এর মত ইউপিআই অ্যাপ রয়েছে। তার মাধ্যমেই যদি পিএফের টাকা নতুন এই চালু হলে প্রায় ৭৪ লক্ষ EPF গ্রাহকরা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।

READ MORE:  7th Pay Commission: কেন্দ্রের পথেই হাঁটবে রাজ্য? অক্ষয় তৃতীয়ার আগে বাড়তে পারে ২% DA | May 2% Dearness Allowance Hike Soon

UPI এর মাধ্যমে তোলা যাবে PF এর টাকা

হ্যাঁ ঠিক দেখছেন, বেসরকারি সংস্থার কর্মীদের ইপিএফ থেকে টাকা তোলার পদ্ধতি আরও সহজ করার জন্য উদ্যোগী হয়েছে EPFO। কিছুদিন আগেই জানা গিয়েছিল, যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে এমনকি এটিএম থেকেও টাকা তোলা যাবে। তবে এবার জানা যাচ্ছে, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI এর মাধ্যমেও পিএফের টাকা লেনদেন করা যাবে। স্বাভাবিকভাবেই এই নিয়ম চালু হলে অনেকটা সুরাহা হবে লক্ষ লক্ষ কর্মীদের।

কবে থেকে চালু হবে নয়া নিয়ম?

যদিও এই মুহূর্তে সংস্থার তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। তবে এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, গ্রাহকরা যাতে UPI এর মাধ্যমে PF এর টাকা তোলার দাবি করতে পারেন তার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। এবার গোটা পক্রিয়া কার্যকর করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর সাথে আলোচনা চলছে EPFO এর। NPCI এর তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেলেই UPI দিয়ে পিএফের টাকা লেনদেন করা যাবে।

আরও পড়ুন: টার্গেট কি তবে ১ লাখ! চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের

প্রসঙ্গত, বিগত কয়েকবছর ধরেই সম্পূর্ণ পক্রিয়া ডিজিটালাইজেশনের চেষ্টা করছে শ্রম মন্ত্রক। ইতিমধ্যেই একাধিক অফলাইন কাজের ঝামেলা মিটিয়ে অনলাইন কাজ চালু করা হয়েছে। এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেলে ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্যা হত সেটা অনেক সহজ করে দেওয়া হয়েছে। এবার গোটা পক্রিয়া আরও সহজ করার পক্রিয়া চলছে।

READ MORE:  LIC Pension Plan: একবার বিনিয়োগে মাসে ২০০০০ পেনশন, দুর্দান্ত প্ল্যান নিয়ে এল LIC | Life Insurance Corporation Pension Plan

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.