EPFO Rules: আধার থেকে চিহ্নিত করা হবে PF অ্যাকাউন্ট, বড় বদল আনছে EPFO | Provident Fund Rules
সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন ইপিএফও সদস্য? বকেয়া টাকা আটকে গিয়েছে? তাহলে চিন্তা করবেন না, কারণ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) পুরনো বকেয়া অর্থ অর্থাৎ আটকে থাকা টাকা পরিশোধের ক্ষেত্রে একটি বড় স্বস্তি দিয়েছে। এখন যেসব নিয়োগকর্তা যান্ত্রিক ত্রুটির কারণে Electronic Challan-cum-Return (ECR) প্রক্রিয়ার মাধ্যমে EPF বকেয়া পরিশোধ করতে পারছেন না তিনি ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে এককালীন অর্থ প্রদান করতে পারবেন সদস্যকে। এই বিষয়ে একটি সার্কুলার অবধি জারি করা হয়েছে ইপিএফও-র তরফে।
ইপিএফও-র ফিল্ড অফিসগুলি রিপোর্ট করেছে যে কিছু নিয়োগকর্তা বকেয়া টাকা পরিশোধ করার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে এখন সেই সকল ব্যক্তিদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বকেয়া টাকা পরিশোধ করা হবে যারা টাকা পেতে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
নিয়োগকর্তারা অভিযোগ করেছেন যে তারা ইলেকট্রনিক চালান-কাম-রিটার্ন (ইসিআর) সিস্টেমের মাধ্যমে তাদের কর্মীদের পাওনা পরিশোধ করতে পারছেন না। ইপিএফও জানিয়েছে যে কোম্পানির মালিকরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা এখন ডিডি ব অ্যা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অনায়াসেউ তাদের কর্মীদের বকেয়া টাকা দিতে পারে। ইপিএফও আরও স্পষ্ট করেছে যে এক্ষেত্রে ইসিআর এবং ইন্টারনেট ব্যাংকিং পেমেন্ট প্রক্রিয়া আপাতত অব্যাহত থাকবে।
EPFO সার্কুলারে জানিয়েছে যে নিয়োগকর্তারা শুধুমাত্র একবার DD-এর মাধ্যমে তাদের কর্মীদের পুরানো বকেয়া পরিশোধের বিকল্প বেছে নিতে পারবেন। অর্থাৎ সমগ্র ব্যাপারটি হবে এককালীন। ভবিষ্যতে অর্থপ্রদানের জন্য ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে হবে। ডিডি পিএফসি-ইন-চার্জের নামে তৈরি করা হবে। এটি একই ব্যাংক শাখায় প্রদেয় হবে যেখানে EPFO-এর স্থানীয় অফিস অবস্থিত। সার্কুলার অনুযায়ী, যদি কোনও এলাকার দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে সন্তোষজনকভাবে স্পষ্ট হয় যে নিয়োগকর্তা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে শুধুমাত্র একবারই পুরানো বকেয়া পরিশোধ করতে চান এবং ভবিষ্যতে তিনি কেবল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করবেন, তাহলে তিনি এই অনুরোধ গ্রহণ করতে পারবেন।
EPFO আরও নির্দেশ দিয়েছে যে নিয়োগকর্তার জন্য টাকা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা উচিত যাতে কর্মীদের রেকর্ড আপডেট এবং নির্ভুল থাকে।
ইপিএফও আরও জানিয়েছে যে বকেয়া টাকার উপর প্রযোজ্য সুদ এবং জরিমানা যাচাইকরণ নিয়ম অনুসারে করা উচিত। এর জন্য EPFO-এর কমপ্লায়েন্স ম্যানুয়াল অনুসরণ করা প্রয়োজন। অর্থাৎ আগামী দিনে আর বকেয়া টাকা না পাওয়ার মতো সমস্যার মুখে পড়তে হবে না বলে আশা করছেন ইপিএফও সদস্যরা।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.