লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Epfo New Rules: এবার আটকে থাকা বকেয়া মিলবে সহজেই, নিয়মে বড় পরিবর্তন আনল EPFO | EPFO DD Rule

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন ইপিএফও সদস্য? বকেয়া টাকা আটকে গিয়েছে? তাহলে চিন্তা করবেন না, কারণ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) পুরনো বকেয়া অর্থ অর্থাৎ আটকে থাকা টাকা পরিশোধের ক্ষেত্রে একটি বড় স্বস্তি দিয়েছে। এখন যেসব নিয়োগকর্তা যান্ত্রিক ত্রুটির কারণে Electronic Challan-cum-Return (ECR) প্রক্রিয়ার মাধ্যমে EPF বকেয়া পরিশোধ করতে পারছেন না তিনি ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে এককালীন অর্থ প্রদান করতে পারবেন সদস্যকে। এই বিষয়ে একটি সার্কুলার অবধি জারি করা হয়েছে ইপিএফও-র তরফে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ইপিএফও-র ফিল্ড অফিসগুলি রিপোর্ট করেছে যে কিছু নিয়োগকর্তা বকেয়া টাকা পরিশোধ করার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে এখন সেই সকল ব্যক্তিদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বকেয়া টাকা পরিশোধ করা হবে যারা টাকা পেতে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

READ MORE:  আড়াই বছরে প্রথমবার! সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ২৫ মার্চ

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অর্থ প্রদানের নিয়ম

নিয়োগকর্তারা অভিযোগ করেছেন যে তারা ইলেকট্রনিক চালান-কাম-রিটার্ন (ইসিআর) সিস্টেমের মাধ্যমে তাদের কর্মীদের পাওনা পরিশোধ করতে পারছেন না। ইপিএফও জানিয়েছে যে কোম্পানির মালিকরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা এখন ডিডি ব অ্যা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অনায়াসেউ তাদের কর্মীদের বকেয়া টাকা দিতে পারে। ইপিএফও আরও স্পষ্ট করেছে যে এক্ষেত্রে ইসিআর এবং ইন্টারনেট ব্যাংকিং পেমেন্ট প্রক্রিয়া আপাতত অব্যাহত থাকবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

EPFO সার্কুলারে জানিয়েছে যে নিয়োগকর্তারা শুধুমাত্র একবার DD-এর মাধ্যমে তাদের কর্মীদের পুরানো বকেয়া পরিশোধের বিকল্প বেছে নিতে পারবেন। অর্থাৎ সমগ্র ব্যাপারটি হবে এককালীন। ভবিষ্যতে অর্থপ্রদানের জন্য ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে হবে। ডিডি পিএফসি-ইন-চার্জের নামে তৈরি করা হবে। এটি একই ব্যাংক শাখায় প্রদেয় হবে যেখানে EPFO-এর স্থানীয় অফিস অবস্থিত। সার্কুলার অনুযায়ী, যদি কোনও এলাকার দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে সন্তোষজনকভাবে স্পষ্ট হয় যে নিয়োগকর্তা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে শুধুমাত্র একবারই পুরানো বকেয়া পরিশোধ করতে চান এবং ভবিষ্যতে তিনি কেবল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করবেন, তাহলে তিনি এই অনুরোধ গ্রহণ করতে পারবেন।

READ MORE:  চালু হচ্ছে আধারের নতুন পোর্টাল, কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ?

EPFO-র নতুন নির্দেশ

EPFO আরও নির্দেশ দিয়েছে যে নিয়োগকর্তার জন্য টাকা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা উচিত যাতে কর্মীদের রেকর্ড আপডেট এবং নির্ভুল থাকে।

সুদ, জরিমানাও ধার্য করা হবে

ইপিএফও আরও জানিয়েছে যে বকেয়া টাকার উপর প্রযোজ্য সুদ এবং জরিমানা যাচাইকরণ নিয়ম অনুসারে করা উচিত। এর জন্য EPFO-এর কমপ্লায়েন্স ম্যানুয়াল অনুসরণ করা প্রয়োজন। অর্থাৎ আগামী দিনে আর বকেয়া টাকা না পাওয়ার মতো সমস্যার মুখে পড়তে হবে না বলে আশা করছেন ইপিএফও সদস্যরা।

READ MORE:  ১ এপ্রিল থেকে Google Pay, PhonePe, Paytm বন্ধ হয়ে যাবে! এখনই এই কাজ করুন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.