EPFO News: সাড়ে সাত কোটি নাগরিকের জন্য দারুণ সুযোগ! পাবেন ৫ লাখ টাকা – জানুন বিস্তারিত
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের ৭.৫ কোটি সদস্যের সুবিধার্থে ‘ইজ অফ লিভিং’ প্রচারের অধীনে অটো সেটেলমেন্ট অ্যাডভান্স ক্লেইম (ASAC) সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা সম্প্রতি কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) কার্যনির্বাহী কমিটির ১১৩তম সভায় এই প্রস্তাব অনুমোদন করেছেন। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য CBT-তে পাঠানো হবে।
২৮ মার্চ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত সভায়, ইপিএফও-এর কেন্দ্রীয় ভবিষ্য তহবিল কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদনের পর, EPFO সদস্যরা অটোমেটেড মোডে ৫ লাখ টাকা পর্যন্ত PF তুলতে পারবেন।
প্রথমবারের মতো ২০২০ সালের এপ্রিল মাসে চিকিৎসার খরচ মেটানোর জন্য অটো মোড দাবি নিষ্পত্তি চালু করা হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে এই সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়। এবার সেই সীমা ৫ গুণ বৃদ্ধি পেয়ে ৫ লাখ টাকা হচ্ছে, যা সদস্যদের জন্য বিশাল সুবিধা নিয়ে আসবে।
EPFO এবার শিক্ষা, বিয়ে এবং আবাসন খাতেও অটো মোড সেটেলমেন্ট সুবিধা চালু করেছে। আগে সদস্যরা শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালের খরচের জন্য PF তুলতে পারতেন। এখন এই নতুন ব্যবস্থার অধীনে, দাবি মাত্র ৩ দিনের মধ্যে প্রসেস করা হবে এবং ৯৫% আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে।
২০২৪-২৫ অর্থবছরে EPFO ইতোমধ্যেই ২.১৬ কোটি স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৩-২৪ সালের ৮৯.৫২ লাখের তুলনায় অনেক বেশি**। একই সঙ্গে, দাবি প্রত্যাখ্যানের হারও ৫০% থেকে কমিয়ে ৩০% করা হয়েছে।
EPFO খুব শিগগিরই নতুন UPI ও ATM সুবিধা চালু করতে চলেছে, যার মাধ্যমে সদস্যরা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং ATM কার্ডের মাধ্যমে PF তহবিল থেকে টাকা তুলতে পারবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ইতোমধ্যেই NPCI-এর প্রস্তাব অনুমোদন করেছে এবং এটি মে বা জুনের মধ্যেই চালু হতে পারে।
ভবিষ্যতে, সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং ব্যাংকের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এও এই সুবিধা চালু করা হতে পারে। নতুন এই পদক্ষেপ কর্মীদের PF ব্যবস্থাপনা আরও সহজ ও ডিজিটাল করে তুলবে।
লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি হল নাথিং। সম্প্রতি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক ঘোষণা করেছে তারা। সংস্থার তরফে…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় তো সবাই করতে চায়। তবে অনেকেই নিরাপদ এবং সুরক্ষিত সঞ্চয়ের বিকল্প…
বাজেট কম থাকলেও এবার চিন্তা নেই। কম দামে স্মার্ট টিভি উপভোগ করার সুযোগ দিতে Thomson…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বদলাতে শুরু করেছে…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
This website uses cookies.