লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

EPFO News: সাড়ে সাত কোটি নাগরিকের জন্য দারুণ সুযোগ! পাবেন ৫ লাখ টাকা – জানুন বিস্তারিত

Published on:

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের ৭.৫ কোটি সদস্যের সুবিধার্থে ‘ইজ অফ লিভিং’ প্রচারের অধীনে অটো সেটেলমেন্ট অ্যাডভান্স ক্লেইম (ASAC) সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা সম্প্রতি কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) কার্যনির্বাহী কমিটির ১১৩তম সভায় এই প্রস্তাব অনুমোদন করেছেন। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য CBT-তে পাঠানো হবে।

EPFO সদস্যরা আরও সহজে পিএফ (PF) তুলতে পারবেন

২৮ মার্চ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত সভায়, ইপিএফও-এর কেন্দ্রীয় ভবিষ্য তহবিল কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদনের পর, EPFO সদস্যরা অটোমেটেড মোডে ৫ লাখ টাকা পর্যন্ত PF তুলতে পারবেন।

READ MORE:  চিনে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনা ভাইরাস, ফের কি আক্রান্ত হতে পারে মানুষ?

প্রথমবারের মতো ২০২০ সালের এপ্রিল মাসে চিকিৎসার খরচ মেটানোর জন্য অটো মোড দাবি নিষ্পত্তি চালু করা হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে এই সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়। এবার সেই সীমা ৫ গুণ বৃদ্ধি পেয়ে ৫ লাখ টাকা হচ্ছে, যা সদস্যদের জন্য বিশাল সুবিধা নিয়ে আসবে।

শিক্ষা, বিয়ে ও আবাসনের জন্যও মিলবে অটো মোড সেটেলমেন্ট সুবিধা

EPFO এবার শিক্ষা, বিয়ে এবং আবাসন খাতেও অটো মোড সেটেলমেন্ট সুবিধা চালু করেছে। আগে সদস্যরা শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালের খরচের জন্য PF তুলতে পারতেন। এখন এই নতুন ব্যবস্থার অধীনে, দাবি মাত্র ৩ দিনের মধ্যে প্রসেস করা হবে এবং ৯৫% আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে।

READ MORE:  ফের আধার কার্ডে বড়সড়ো পরিবর্তন! গ্রাহকদের সুবিধার্থে কী নতুন নিয়ম আনল কেন্দ্র?

২০২৪-২৫ অর্থবছরে EPFO ইতোমধ্যেই ২.১৬ কোটি স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৩-২৪ সালের ৮৯.৫২ লাখের তুলনায় অনেক বেশি**। একই সঙ্গে, দাবি প্রত্যাখ্যানের হারও ৫০% থেকে কমিয়ে ৩০% করা হয়েছে।

UPI ও ATM-এর মাধ্যমে PF তোলার সুবিধা আসছে

EPFO খুব শিগগিরই নতুন UPI ও ATM সুবিধা চালু করতে চলেছে, যার মাধ্যমে সদস্যরা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং ATM কার্ডের মাধ্যমে PF তহবিল থেকে টাকা তুলতে পারবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ইতোমধ্যেই NPCI-এর প্রস্তাব অনুমোদন করেছে এবং এটি মে বা জুনের মধ্যেই চালু হতে পারে।

READ MORE:  DA, DR নিচ্ছে আবার করছে ব্যবসাও! সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল নবান্ন

ভবিষ্যতে, সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং ব্যাংকের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এও এই সুবিধা চালু করা হতে পারে। নতুন এই পদক্ষেপ কর্মীদের PF ব্যবস্থাপনা আরও সহজ ও ডিজিটাল করে তুলবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.