EPFO News: সাড়ে সাত কোটি নাগরিকের জন্য দারুণ সুযোগ! পাবেন ৫ লাখ টাকা – জানুন বিস্তারিত
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের ৭.৫ কোটি সদস্যের সুবিধার্থে ‘ইজ অফ লিভিং’ প্রচারের অধীনে অটো সেটেলমেন্ট অ্যাডভান্স ক্লেইম (ASAC) সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা সম্প্রতি কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) কার্যনির্বাহী কমিটির ১১৩তম সভায় এই প্রস্তাব অনুমোদন করেছেন। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য CBT-তে পাঠানো হবে।
২৮ মার্চ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত সভায়, ইপিএফও-এর কেন্দ্রীয় ভবিষ্য তহবিল কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদনের পর, EPFO সদস্যরা অটোমেটেড মোডে ৫ লাখ টাকা পর্যন্ত PF তুলতে পারবেন।
প্রথমবারের মতো ২০২০ সালের এপ্রিল মাসে চিকিৎসার খরচ মেটানোর জন্য অটো মোড দাবি নিষ্পত্তি চালু করা হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে এই সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়। এবার সেই সীমা ৫ গুণ বৃদ্ধি পেয়ে ৫ লাখ টাকা হচ্ছে, যা সদস্যদের জন্য বিশাল সুবিধা নিয়ে আসবে।
EPFO এবার শিক্ষা, বিয়ে এবং আবাসন খাতেও অটো মোড সেটেলমেন্ট সুবিধা চালু করেছে। আগে সদস্যরা শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালের খরচের জন্য PF তুলতে পারতেন। এখন এই নতুন ব্যবস্থার অধীনে, দাবি মাত্র ৩ দিনের মধ্যে প্রসেস করা হবে এবং ৯৫% আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে।
২০২৪-২৫ অর্থবছরে EPFO ইতোমধ্যেই ২.১৬ কোটি স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৩-২৪ সালের ৮৯.৫২ লাখের তুলনায় অনেক বেশি**। একই সঙ্গে, দাবি প্রত্যাখ্যানের হারও ৫০% থেকে কমিয়ে ৩০% করা হয়েছে।
EPFO খুব শিগগিরই নতুন UPI ও ATM সুবিধা চালু করতে চলেছে, যার মাধ্যমে সদস্যরা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং ATM কার্ডের মাধ্যমে PF তহবিল থেকে টাকা তুলতে পারবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ইতোমধ্যেই NPCI-এর প্রস্তাব অনুমোদন করেছে এবং এটি মে বা জুনের মধ্যেই চালু হতে পারে।
ভবিষ্যতে, সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং ব্যাংকের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এও এই সুবিধা চালু করা হতে পারে। নতুন এই পদক্ষেপ কর্মীদের PF ব্যবস্থাপনা আরও সহজ ও ডিজিটাল করে তুলবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগে দুর্নীতির (SSC Case) অভিযোগ ওঠায় গত বছর কলকাতা হাই কোর্টে মামলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ভারতীয় রেলের চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ…
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
This website uses cookies.