EPFO Pension: বেসরকারি কর্মীরাও ৯০০০ টাকা পেনশন পাবেন মাসে? যা জানাচ্ছে সরকার | Monthly 9000 Pension For Private Employees
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি একজন ইপিএফও (EPFO) সদস্য? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। যারা সরকারি কর্মী তাঁরা তো সময়ে সময়ে সুযোগ সুবিধা পেয়েই থাকেন। কিন্তু যারা প্রাইভেটে চাকরি করেন তাঁদের প্রায়শই আক্ষেপ করতে শোনা যায় যে তাঁরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু আর না, কারণ এবার সকলের ভাগ্য বদলে যেতে চলেছে বলে মনে হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কড়কড়ে ৯০০০ টাকা ঢুকলেও ঢুকতে পারে বলে খবর। আরও বিশদে জানতে চোখ রাখুন লেখাটির ওপর।
প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন বিশেষ করে যারা ইপিএফও সদস্য তাদের মধ্যে এখন একটা প্রশ্নের বারবার উঠে আসছে। আর সেটা হল আগামী দিনে ব্যাংকে কী ৯০০০ টাকা ঢুকবে? গত বছর কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ UPS ঘোষণা করেছিল। এই প্রকল্পটি ২৫ বছর ধরে কাজ করা কর্মীদের অবসর গ্রহণের শেষ বছরে প্রাপ্ত মূল বেতনের অর্ধেকের সমান পেনশনের নিশ্চয়তা দেয়। নতুন পেনশন প্রকল্পটি দেশে ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে।
সরকার সরকারি কর্মচারীদের নিশ্চিত ন্যূনতম পেনশনের আশ্বাস দেওয়ার পর, কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) আওতাধীন বেসরকারি কর্মচারীরাও কর্মচারী পেনশন প্রকল্পের (EPS) অধীনে মাসিক ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি তীব্র করেছে।
পেনশনভোগীদের দাবি, ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হোক। এই দাবির পেছনে পেনশনভোগীদের যুক্তি হল, বর্তমানে যে পেনশন পাওয়া হচ্ছে তা খুবই কম এবং এর ফলে তাদের জীবিকা নির্বাহ করা কার্যত কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি, পেনশনভোগীদের দাবি যে তাদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা এবং মহার্ঘ্য ভাতাও দেওয়া উচিত। বর্তমানে EPS-95 এর অধীনে প্রায় ১৮৬টি প্রতিষ্ঠান রয়েছে এবং প্রায় ৮০ লক্ষ পেনশনভোগী এই বিভাগের আওতাধীন।
EPS-95 জাতীয় সংগ্রাম কমিটির সভাপতি কমান্ডার অশোক রাউত দাবি করেছেন যে বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথে পেনশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু ২০২৫-২৬ বাজেটে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। যার কারণে পেনশনভোগীরা খুশি নন। একইসঙ্গে, মাদ্রাজ লেবার ইউনিয়ন এবং বি অ্যান্ড সি মিলস স্টাফ ইউনিয়ন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে কর্মচারী পেনশন প্রকল্পের আওতাভুক্তদের জন্য ন্যূনতম পেনশন প্রতি মাসে ৯,০০০ টাকা করার আহ্বান জানিয়েছে। এখন দেখার আগামী দিনে সরকার এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই কিনা সেটা।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.