EPFO Recruitment 2025: পরীক্ষা ছাড়াই EPFO-তে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন যোগ্যতা সহ আবেদনের পদ্ধতি | EPFO Recruitment 2025 Know Eligibility and Online Application Process
প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরির বাজারে যেন মন্দা দেখা দিয়েছে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব কম দেখা যায়। কর ফলে অনেকেই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এই আবহে এবার কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা EPFO চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। মাসের শেষে মিলবে মোটা টাকা।
সম্প্রতি EPFO নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল epfindia.gov.in
EPFO বা Employee Provident Fund Organisation-এর তরফ থেকে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হল EPFO ইয়ং প্রোফেশনাল (আইন)।
EPFO বা Employee Provident Fund Organization এর দেওয়া বিজ্ঞপ্তিতে এই পদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়নি।
EPFO বা Employee Provident Fund Organisation-এর উল্লেখিত পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৬৫ হাজার টাকা হবে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি সূত্রে। তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। এবং নির্বাচিত প্রার্থীদের ১১ মাসের জন্য নিয়োগ করা হবে।
EPFO বা Employee Provident Fund Organization এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।
এই সংস্থায় আবেদন করার জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক এবং BA LLB বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
EPFO বা Employee Provident Fund Organisation-এর বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে উল্লেখিত পদে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
প্রথমে আবেদনকারী প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করে নিতে হবে। তারপর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে তাঁকে উল্লেখিত পদে নিয়োগ করা হবে।
EPFO বা Employee Provident Fund Organization এ নির্বাচিত প্রার্থীদের নিউ দিল্লিতে কাজ করতে হবে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “ক্যারিয়ার” বিভাগ নির্বাচন করতে হবে। সেখানে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিতে হবে। এরপর অনলাইনে আবেদন পত্র জমা দিন অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে।
EPFO বা Employee Provident Fund Organization এ আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন প্রক্রিয়া চলবে।
EPFO বা Employee Provident Fund Organisation-এর উল্লিখিত পদগুলির আবেদন গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। যা চলবে পরবর্তী ২১ দিন পর্যন্ত অর্থাৎ আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি- click here
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.