EPFO3.0: EPFO 3.0 নিয়ে বিরাট সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী | Union Minister Says EPFO 3.0 Will Be Rolled Out Soon
শ্বেতা মিত্র, কলকাতা: আর মাত্র কিছুটা সময়, ব্যস তারপরেই লাগু হয়ে যাবে EPFO 3.0। আর নতুন নিয়ম মানেই হল লাভ ক্ষতির হিসেব কষতে শুরু করে দেওয়া। যদিও ইপিএফও ৩.০ কতটা ক্ষতির হবে তা নিয়ে এখনো অবধি কিছু জানা যায়নি। তবে এর দরুণ সদস্যরা কতটা লাভবান হবেন তা নিয়ে একের পর এক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ EPFO শীঘ্রই EPFO 3.0 চালু করার প্রস্তুতি নিচ্ছে।কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজেই এই তথ্য দিয়েছেন।
তিনি বলেন যে সরকার ইপিএফওতে বড় ধরনের পরিবর্তন আনছে। এটি চালু হওয়ার পর, EPFO সদস্যরা অনেক সুযোগ-সুবিধা পাবেন। তাদের আর সরকারি অফিসে ঘোরাঘুরি করতে হবে না।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেছেন যে আগামী দিনে, EPFO 3.0 সংস্করণ আসবে, যার অর্থ EPFO সমতুল্য ব্যাঙ্কে পরিণত হবে। ঠিক যেমন আপনি ব্যাংকে লেনদেন করেন, আপনি ব্যাঙ্কের সাথে লেনদেন করেন। আপনার একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর আছে এবং আপনার সমস্ত লেনদেন এর মাধ্যমেই হবে। ঠিক যেমন ব্যাংকে লেনদেন হয়, EPFO সদস্যরা তাদের UAN দিয়ে সমস্ত কাজ করতে সক্ষম হবেন।
মন্ত্রী জানান, ‘আপনাকে সরকারি EPFO অফিসে যেতে হবে না, এবং নিয়োগকর্তার কাছেও যেতে হবে না। টাকাটা আপনার, যখন খুশি নিতে পারেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনগুলিতে, আপনি যখনই চান এটিএম-এ যেতে পারবেন এবং আপনার টাকা তুলতে পারবেন। আমরা EPFO-তে এই ধরনের সংস্কার করছি।’
হায়দ্রাবাদে তেলেঙ্গানা জোনাল অফিস এবং ইপিএফও-এর আঞ্চলিক অফিসের উদ্বোধনের সময় কেন্দ্রীয় মন্ত্রী এই সমস্ত কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইপিএফওতে পরিবর্তন আসছে এবং উন্নতি করা হচ্ছে। অভিযোগ কমছে এবং পরিষেবা বাড়ছে। তিনি বলেন, ইপিএফও-এর কার্যকারিতা এখন জনবান্ধব হয়ে উঠছে।
https://twitter.com/mansukhmandviya/status/1897657617918665202?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.