ESI New Rules: ESI-তে যোগ দিলেই মিলবে ৩০,০০০ টাকা? জানুন নতুন নিয়ম | Employees State Insurance Corporation
শ্বেতা মিত্র, কলকাতা: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স বা ESI-এ যোগ দেওয়ার জন্য বাড়তে চলেছে বেতনের ঊর্ধ্বসীমা। এখন ইএসআই যোগ দেওয়ার জন্য বেতনের ঊর্ধসীমা রাখা হয়েছে ২১ হাজার টাকা। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২১ হাজার টাকার সীমা বাড়িয়ে করা হতে পারে ৩০ হাজার টাকা। অর্থাৎ, আগামী দিনে ইএসআইতে যোগ দেওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা করা হতে পারে ৩০ হাজার টাকা। এর মানে?
এখনকার নিয়ম অনুযায়ী, যে সব কর্মীরা মাসে সর্বোচ্চ ২১ হাজার টাকা বেতন পাচ্ছেন, তারা ইএসআইতে যোগ দিতে পারবেন। নতুন প্রস্তাবিত নিয়ম লাগু হলে, মাস গেলে ৩০ হাজার টাকা বেতনের কর্মীরাও এখানে যোগ দিতে পারবেন। ইএসআইতে যোগ দিলে কর্মীরা কী কী সুবিধা পাওয়া যায়? এর আওতায় কর্মীরা বিনামূল্যে চিকিৎসা এবং বিমার সুবিধা পেয়ে থাকেন। যদি কোনো কর্মী কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান, অঙ্গহানি হয় কিংবা কাজ করার মতো ক্ষমতা হারান, তাহলে সেই কর্মীর পরিবার বা তাঁকেও আর্থিক সাহায্য করা হতে পারে।
কিছু ক্ষেত্রে কর্মীর মৃত্যু হলে, তাঁর পরিবার ইএসআই প্রকল্পের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন। সব মিলিয়ে কম মাইনে চাকুরিরত কর্মীদের ও কর্মীদের পরিবারের জন্যও ইএসআই সময় বিশেষ উপযোগী হয়ে উঠতে পারে। এর জন্য কর্মীকে মাসে মাসে কিছু অবদান রাখতে হবে। কর্মীর বেতনের অল্প একটা অংশ চলে যায় ইএসআই অ্যাকাউন্টে। প্রতি মাসে সদস্য-কর্মীদের থেকে বেতনের ০.৭৫% টাকা কেটে নেওয়া হয়। আর নিয়োগকারী বা কোম্পানি দেয় বেতনের ৩.৭৫% টাকা।
সম্প্রতি বণিকসভা মার্চেন্ট চেম্বার আয়োজিত এক আলোচনা সভায় পশ্চিমবঙ্গ এবং সিকিমে সংস্থার দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার এবং আঞ্চলিক কর্তা অমরিশ কুমার শর্মা ইএসআইতে বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা বলেছেন। এই দাবি আগেও করা হয়েছিল। দাবি বাস্তবে নিয়ম পরিণত হওয়ার খবর পেয়ে কর্মীদের মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে।
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা…
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
This website uses cookies.