ESI New Rules: ESI-তে যোগ দিলেই মিলবে ৩০,০০০ টাকা? জানুন নতুন নিয়ম | Employees State Insurance Corporation
শ্বেতা মিত্র, কলকাতা: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স বা ESI-এ যোগ দেওয়ার জন্য বাড়তে চলেছে বেতনের ঊর্ধ্বসীমা। এখন ইএসআই যোগ দেওয়ার জন্য বেতনের ঊর্ধসীমা রাখা হয়েছে ২১ হাজার টাকা। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২১ হাজার টাকার সীমা বাড়িয়ে করা হতে পারে ৩০ হাজার টাকা। অর্থাৎ, আগামী দিনে ইএসআইতে যোগ দেওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা করা হতে পারে ৩০ হাজার টাকা। এর মানে?
এখনকার নিয়ম অনুযায়ী, যে সব কর্মীরা মাসে সর্বোচ্চ ২১ হাজার টাকা বেতন পাচ্ছেন, তারা ইএসআইতে যোগ দিতে পারবেন। নতুন প্রস্তাবিত নিয়ম লাগু হলে, মাস গেলে ৩০ হাজার টাকা বেতনের কর্মীরাও এখানে যোগ দিতে পারবেন। ইএসআইতে যোগ দিলে কর্মীরা কী কী সুবিধা পাওয়া যায়? এর আওতায় কর্মীরা বিনামূল্যে চিকিৎসা এবং বিমার সুবিধা পেয়ে থাকেন। যদি কোনো কর্মী কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান, অঙ্গহানি হয় কিংবা কাজ করার মতো ক্ষমতা হারান, তাহলে সেই কর্মীর পরিবার বা তাঁকেও আর্থিক সাহায্য করা হতে পারে।
কিছু ক্ষেত্রে কর্মীর মৃত্যু হলে, তাঁর পরিবার ইএসআই প্রকল্পের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন। সব মিলিয়ে কম মাইনে চাকুরিরত কর্মীদের ও কর্মীদের পরিবারের জন্যও ইএসআই সময় বিশেষ উপযোগী হয়ে উঠতে পারে। এর জন্য কর্মীকে মাসে মাসে কিছু অবদান রাখতে হবে। কর্মীর বেতনের অল্প একটা অংশ চলে যায় ইএসআই অ্যাকাউন্টে। প্রতি মাসে সদস্য-কর্মীদের থেকে বেতনের ০.৭৫% টাকা কেটে নেওয়া হয়। আর নিয়োগকারী বা কোম্পানি দেয় বেতনের ৩.৭৫% টাকা।
সম্প্রতি বণিকসভা মার্চেন্ট চেম্বার আয়োজিত এক আলোচনা সভায় পশ্চিমবঙ্গ এবং সিকিমে সংস্থার দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার এবং আঞ্চলিক কর্তা অমরিশ কুমার শর্মা ইএসআইতে বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা বলেছেন। এই দাবি আগেও করা হয়েছিল। দাবি বাস্তবে নিয়ম পরিণত হওয়ার খবর পেয়ে কর্মীদের মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে।
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ…
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব…
This website uses cookies.