লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ESI New Rules: ESI-তে যোগ দিলেই মিলবে ৩০,০০০ টাকা? জানুন নতুন নিয়ম | Employees State Insurance Corporation

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স বা ESI-এ যোগ দেওয়ার জন্য বাড়তে চলেছে বেতনের ঊর্ধ্বসীমা। এখন ইএসআই যোগ দেওয়ার জন্য বেতনের ঊর্ধসীমা রাখা হয়েছে ২১ হাজার টাকা। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২১ হাজার টাকার সীমা বাড়িয়ে করা হতে পারে ৩০ হাজার টাকা। অর্থাৎ, আগামী দিনে ইএসআইতে যোগ দেওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা করা হতে পারে ৩০ হাজার টাকা। এর মানে?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ESI-এ বাড়তে চলেছে টাকা?

এখনকার নিয়ম অনুযায়ী, যে সব কর্মীরা মাসে সর্বোচ্চ ২১ হাজার টাকা বেতন পাচ্ছেন, তারা ইএসআইতে যোগ দিতে পারবেন। নতুন প্রস্তাবিত নিয়ম লাগু হলে, মাস গেলে ৩০ হাজার টাকা বেতনের কর্মীরাও এখানে যোগ দিতে পারবেন। ইএসআইতে যোগ দিলে কর্মীরা কী কী সুবিধা পাওয়া যায়? এর আওতায় কর্মীরা বিনামূল্যে চিকিৎসা এবং বিমার সুবিধা পেয়ে থাকেন। যদি কোনো কর্মী কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান, অঙ্গহানি হয় কিংবা কাজ করার মতো ক্ষমতা হারান, তাহলে সেই কর্মীর পরিবার বা তাঁকেও আর্থিক সাহায্য করা হতে পারে।

READ MORE:  8th Pay Commission: ফিটমেন্ট ফ্যাক্টর নয়, ৮ম বেতন কমিশনে এই ফর্মুলায় বাড়বে কর্মীদের পেনশন ও বেতন | Not Fitment Factor In These Formula Employees Salary And Pension Will Hike

কিছু ক্ষেত্রে কর্মীর মৃত্যু হলে, তাঁর পরিবার ইএসআই প্রকল্পের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন। সব মিলিয়ে কম মাইনে চাকুরিরত কর্মীদের ও কর্মীদের পরিবারের জন্যও ইএসআই সময় বিশেষ উপযোগী হয়ে উঠতে পারে। এর জন্য কর্মীকে মাসে মাসে কিছু অবদান রাখতে হবে। কর্মীর বেতনের অল্প একটা অংশ চলে যায় ইএসআই অ্যাকাউন্টে। প্রতি মাসে সদস্য-কর্মীদের থেকে বেতনের ০.৭৫% টাকা কেটে নেওয়া হয়। আর নিয়োগকারী বা কোম্পানি দেয় বেতনের ৩.৭৫% টাকা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উপকৃত হবেন আপনি?

সম্প্রতি বণিকসভা মার্চেন্ট চেম্বার আয়োজিত এক আলোচনা সভায় পশ্চিমবঙ্গ এবং সিকিমে সংস্থার দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার এবং আঞ্চলিক কর্তা অমরিশ কুমার শর্মা ইএসআইতে বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা বলেছেন। এই দাবি আগেও করা হয়েছিল। দাবি বাস্তবে নিয়ম পরিণত হওয়ার খবর পেয়ে কর্মীদের মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে।

READ MORE:  EPFO Aadhaar Link: বন্ধ হতে পারে PF অ্যাকাউন্ট, ৫ দিনের মধ্যে এই কাজ না করলে খোয়া যাবে সব | Provident Fund New Rules
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.