ESIC Kolkata Recruitment 2025: কোনও পরীক্ষা ছাড়াই চাকরি, ESIC কলকাতায় প্রচুর শূন্যপদে নিয়োগ | Job In West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর। সম্প্রতি কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের (ESIC) তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধু তাই নয়, এই পদগুলিতে চাকরি পেলে দেওয়া হবে শুরুতেই মোটা অঙ্কের মাইনে। সব থেকে বড় ব্যাপার, এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই এই পদে আবেদন করা যাবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়স কত লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

READ MORE:  Weather Today: ডিগবাজি খেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, নামল পারদ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও | South Bengal Weather Forecast, Rain Possibilities In North

পদ এবং শূন্যপদের বিবরণ | ESIC Kolkata Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে মোট ৪৭টি শূন্যপদ থাকছে, যেখানে ক্লিনিকাল বিভাগের জন্য ২৮টি, নন ক্লিনিক্যাল বিভাগের জন্য ১৭টি এবং GDM বিভাগের জন্য ২টি শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, সিনিয়র রেসিডেন্ট ক্লিনিক্যাল ও নন ক্লিনিক্যাল পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই MD/DNB/স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। কিন্তু যদি সিনিয়র রেসিডেন্ট GDM পদে আবেদন করতে চান তাহলে MBBS ডিগ্রী অর্জন করতে হবে।

বয়স সীমা কত প্রয়োজন?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

READ MORE:  রাজ্যের থেকে VC নিয়োগের ক্ষমতা কাড়তে উদ্যোগী কেন্দ্র, সরব হলেন ব্রাত্য বসু

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদগুলিতে চাকরি পেলে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা উল্লেখ করা হয়েছে, এই পদে চাকরি পেলে প্রতি মাসে ১,৪৪,৬০৭/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে কোনরকম অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে উপস্থিত থাকতে হবে। 

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, আধার কার্ড বা ভোটার কার্ড, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং নথিগুলির মূল কপি নিয়ে যেতে হবে। 

READ MORE:  SECR Apprentice Recruitment 2025: পরীক্ষা, ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিস নিয়োগ, মাধ্যমিক পাসে রেলে ১০০৩ শূন্যপদে চাকরি | Indian Railways Job

গুরুত্বপূর্ণ তারিখ

যেহেতু এখানে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে না, তাই সরাসরি ইন্টারভিউয়ের তারিখ আমাদের জেনে রাখা প্রয়োজন। যেমনটা জানানো হয়েছে, এখানে আগামী ১৮ এবং ১৯শে মার্চ, ২০২৫ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। 

ইন্টারভিউয়ের ঠিকানা- Academic Block, 2nd Floor, ESI-PGIMER & ESIC Medical College, Kolkata

নিয়োগ কীভাবে করা হবে?

আগেই বলা হয়েছে, এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের তরফ থেকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- ESIC Official Website

অফিসিয়াল নোটিশ- ESIC Official Notification

Scroll to Top