লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

EV Charging Hub: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, পুজোর আগেই কলকাতা পাচ্ছে ভারতের সবথেকে বড় EV চার্জিং স্টেশন | EV Charging Station In Kolkata

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপূজার আগে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় তৈরি হচ্ছে এমন একটি প্রকল্প, যার ফলে শুধু কলকাতা নয়, বরং গোটা দেশের গর্বে বুক ফুলে উঠবে। হ্যাঁ, এখানেই গড়ে উঠছে ভারতের সবচেয়ে বড় একক এলাকাভিত্তিক ইলেকট্রিক ভেহিকল চার্জিং হাব (EV Charging Hub), যা কিনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে দাবি করছে বেশ কিছু সংস্থা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জানলে চমকে উঠবেন, এই চার্জিং হাবে থাকবে মোট ৩০০টি চার্জার। এই বিপুল সংখ্যক চার্জার ভারতের মাটিতে আগে কখনো নজরে পড়েনি। খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বে এর থেকে বড় হাব রয়েছে শুধুমাত্র জিংপিং এর দেশে। আর সেখানে একটি মাত্র জায়গায় রয়েছে ৬৫০টি চার্জার।

পুরনো জমিতেই নয়া ভবিষ্যৎ

এই বিরাট প্রকল্পটি তৈরি হচ্ছে একটি পরিত্যক্ত জমিতে। Andrew Yule & Co-র প্রাক্তন কারখানার ২ একর জায়গাতেই তৈরি হচ্ছে এই বিরাট হাব। বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে এই জমি EzUrja-কে দিয়েছে Andrew Yule।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

EzUrja-র এমডি কাপুর জানিয়েছেন, “এটাই আমাদের প্রথম ইভি চার্জিং হাব প্রকল্প, যা বিশেষভাবে তৈরি করা হচ্ছে Snap-এর ৩০০টি ইলেকট্রিক ট্যাক্সির জন্য। এতদিন পর্যন্ত ভারতের সবথেকে বড় চার্জিং হাব ছিল গুরগাঁওতে, যেখানে ছিল মাত্র ১৬০টি চার্জিং পয়েন্ট।”

READ MORE:  Weather Update: গরম থেকে মুক্তি, দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা! আগামীকালের আবহাওয়া | Rain Alert At Many District Of South Bengal

৭.৫ কোটি টাকার প্রকল্প চালু করা হবে দুর্গাপূজার আগেই

এই বিরাট চার্জিং হাব তৈরির ব্যয় ধরা হয়েছে প্রায় ৭.৫ কোটি টাকা। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। আর এই কাজ শেষ হবে আগস্ট মাসের মধ্যেই। অর্থাৎ, পুজোর ঠিক আগেই পাওয়া যাবে বিশেষ সুবিধা। EzUrja জানিয়েছে, এই প্রকল্পের ব্যবহৃত সমস্ত চার্জেদী ভারতে তৈরি  করা হচ্ছে কোম্পানির হিমাচল প্রদেশের ইউনিট থেকে। 

READ MORE:  একদিনে হাওয়া ১৮ হাজার কোটি! বন্ধ হয়ে যাবে IndusInd ব্যাঙ্ক? মুখ খুলল কর্তৃপক্ষ

থাকবে ফাস্ট এবং স্লো চার্জার

গোটা হাব জুড়েই থাকবে ফাস্ট এবং স্লো চার্জারের মিশ্রণ। বেশ কিছু সূত্র দাবি করছে, এর মধ্যে ২০% চার্জার থাকবে ফার্স্ট চার্জার, যেগুলির ক্ষমতা থাকবে প্রায় ১২০ কিলোওয়াট পর্যন্ত। আর পুরো প্রকল্পের লোড ক্যাপাসিটি হবে ৬ মেগাওয়াট।

সবুজ শক্তিতেও চলবে EV চার্জার হাব

সংস্থাটি দাবি করছে, এই হাব হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। তারা তৈরি করছে এমন একটি মাইক্রোগ্রিড, যাতে ৪০% বিদ্যুৎ উৎপাদন হবে সোলার প্যানেল এবং স্টোরেজ ব্যাটারি দিয়ে। আর এর ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একদিকে যেমন নিশ্চিত হবে, তেমনই পরিবেশ দূষণও রোধ হবে।

EV চার্জিং স্টেশন আসছে কলকাতা-আসানসোল হাইওয়েতে

EzUrja শুধুমাত্র এখানেই তাদের চিন্তাধারাকে থামিয়ে রাখছে না। কোম্পানির পরিকল্পনা রয়েছে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত ২৫০ কিলোমিটার হাইওয়েতে ১০টি EV চার্জিং স্টেশন বসানোর। আর এটি মূলত ইলেকট্রিক বাসের জন্যই তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। প্রতিটি স্টেশনের ক্ষমতা থাকবে ২৪০ কিলোওয়াট করে। আর এই প্রকল্পে সহযোগিতা করবে রাজ্যের বিদ্যুৎ বিভাগ এবং সাবস্টেশনের জমি। জানলে চমকে উঠবেন, EzUrja এর পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, তারা ভবিষ্যতে কলকাতায় আরও একটি বড় চার্জিং হাব তৈরি করার সিদ্ধান্তের পথে হাঁটছে। 

READ MORE:  Weather Update: আর নেই নিস্তার, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-র তাণ্ডব দক্ষিণবঙ্গে! দুর্যোগ থেকে কবে রেহাই? | South Bengal Weather Thunderstorm

এক কথায় সবমিলিয়ে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর হয়ে উঠতে চলেছে ভারতের ইলেকট্রিক ভেহিকল বিপ্লবের নয়া ঠিকানা। প্রযুক্তি, পরিবেশবান্ধব শক্তিখাত এবং আধুনিক জীবনযাত্রা, সবকিছুই মিলবে দূর্গাপূজার আগে। এই প্রকল্প চালু হলে নিঃসন্দেহে রাজ্য তথা গোটা দেশবাসীর জন্য এক বড় প্রাপ্তি হতে চলেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.