বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসময় মোহনবাগানের (Mohun Bagan) হয়ে মাঠে দাপটের সাথে রাজত্ব করেছেন তিনি। তাঁর ফুটবল শৈলীর কাছে হার মেনেছে বহু কোচের মতামত। বাগানের হয়ে একাধিক যুদ্ধ জয়ে অংশ নেওয়া মিজোরামের সেই স্ট্রাইকারের প্রধান দুর্বলতা ছিল নেশা। হ্যাঁ, মদ্যপানে আসক্ত ছিলেন তিনি। একেবারে বুঁদ হয়ে থাকতেন নিজস্ব জগতে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আর সেই কারণেই তাঁর পারফরমেন্সও ধীরে ধীরে খেই হারাতে থাকে। প্রাক্তন বাগান তারকার ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সাহস হয় না কারোরই! তবে মদ্যপানের প্রতি দুর্বলতা লালম পুঁইয়াকে সমাজের চোখে অনেকটাই নিচে নামিয়েছে। আজ তিনি নেশার জগত থেকে বাইরে। বহু আগেই ছেড়েছেন মদ্যপান। তাই পুরনো দিন ফিরে দেখে আক্ষেপ করছেন বাগানের প্রাক্তন তারকা।
পুঁইয়াকে বাস্তব জগতে ফেরানোর চেষ্টা করেছিলেন বাগান কর্তারা
খেলোয়াড় প্রচন্ড পরিমাণে মদাশক্ত হওয়ায় প্রভাব পড়তো দলের পারফরমেন্সে। তাই একজন বিশ্বস্ত যোদ্ধাকে হারাতে চায়নি বাগান। বরং পুঁইয়া যাতে নেশার জগত থেকে বেরিয়ে আসেন সেজন্য তাঁকে রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়েছিলেন মোহনবাগান কর্তারা। রিহ্যাব করানোর দৌলতে মাঝে ঠিক হয়ে ফিরেছিলেন তিনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তবে কিছুদিন গড়াতে না গড়াতেই ফের নেশায় ঢুবে থাকতে শুরু করেন মিজোরামের এই ধুরন্ধর ফুটবলার। আর এভাবেই তাঁর ফুটবল কেরিয়ার আড়ালে চলে গিয়েছিল। যদিও মাঝেমধ্যেই এই ফুটবলারের প্রসঙ্গ উঠলে অনেকেই না চাইতেও বলে ওঠেন, কী অসাধারণ ফুটবল খেলতেন পুঁইয়া! অসংযমী জীবন যাপন তাঁকে শেষ করে দিল।
পুঁইয়ার দুর্দশার কথা
মদ্যপানের কারণেই পরিবারের সাথে সম্পর্কের অবনতি হয় প্রাক্তন বাগান তারকার। জানা যায়, দীর্ঘ সময় পর বিয়ে করে এক সন্তানের অভিভাবক হয়েছিলেন পুঁইয়া। তবে শোনা যায়, অমার্জিত জীবন যাপনের কারণে তাঁরাও মোহনবাগান প্রাক্তনীকে ছেড়ে দিয়ে চলে যান। সূত্রের খবর, মোহনবাগানে খেলার দরুন যে কটা টাকা পেয়েছিলেন তাও নাকি একপ্রকার শেষের পথে। বর্তমানে সব হারিয়ে জীবনের ঘোর দুঃসময় কাটাচ্ছেন সবুজ মেরুনের এই তাবড় তারকা।
অবশ্যই পড়ুন: ভাড়া অটো রিক্সার মতো, এবার কলকাতা শহরে উড়বে Air Taxi, কবে শুরু পরিষেবা?
নিজের কর্মকাণ্ডের জন্য আক্ষেপ রয়েই গেল…
খোঁজ খবর নিয়ে জানা গেল, বর্তমানে হাবিবুর রহমানের বাগুইআটির বাড়িতে থাকার জায়গা হয়েছে লালমের। 5 তলা বাড়ির 18টি ঘরের মধ্যে একটি ঘর এখন তাঁর বর্তমান ঠিকানা। মদ্যপান ছেড়েছেন বেশ কিছুদিন। তবে আক্ষেপটা এখনও যায়নি তাঁর। সম্প্রতি হাবিবুরের বাগুইআটির বাড়িতে বসে প্রাক্তন বাগান তারকা লালম জানিয়েছিলেন, তিনি সত্যিই ভাল নেই। তখন যদি একটু সিরিয়াস হতেন তাহলে হয়তো….
আসলে, কেরিয়ারের রঙিন সময়ে একেবারে ওলটপালট জীবন যাপন নিয়ে আক্ষেপ করা ছাড়া লালমের কাছে এখন আর বিকল্প পথ খোলা নেই! যদিও হাবিবুর জানাচ্ছেন, সবুজ মেরুন প্রাক্তনী যাতে কিছু উপার্জন করতে পারেন সেই ব্যবস্থা তিনিই করবেন।