লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Fake 100 Rs Note: ১০০ টাকার নোট নিয়ে উদ্বেগ, কড়া নির্দেশিকা জারি RBI-এর | Reserve Bank Of India On Fake Bank Note

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ছলে 100 টাকার জাল নোটের লেনদেন বেড়েই চলেছে। দেখতে একেবারে আসল নোটের মতোই, আয়তন থেকে শুরু করে রঙেও তেমন বিশেষ ফারাক নেই। আর এইসব জাল নোট দিয়েই দেদার জালিয়াতির ফাঁদ পাতছেন সমাজের কিছু অসাধু ব্যক্তি। এবার সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে 100 টাকার নোট নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সূত্রের খবর, মূলত বহুল ব্যবহৃত 100 টাকার জাল ও আসল নোটের মধ্যে পার্থক্য বুঝতেই বিশেষ নির্দেশিকা দিয়েছে RBI। জেনে নিন কীভাবে চিনবেন নকল 100।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আসল 100 টাকার নোট চিনে নিন এই উপায়ে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতিদিন বহুল প্রচলিত 100 টাকার আসল নোট চিনতে হলে নোটটিকে হাতে নিয়ে ভালভাবে পর্যবেক্ষণ করুন। নোটটি ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে 100-র নোটে ওয়াটারমার্কের কাছে উলম্ব ব্যান্ডে ফুলের নকশা রয়েছে। সেই সাথে ওয়াটারমার্ক অঞ্চলে 100 নম্বরের সাথেই মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাবেন।

READ MORE:  Gold And Silver Price Today: অনেকটাই কমেছে সোনার দাম, অন্যদিকে রুপোও সুখবর দিচ্ছে! দেখে নিন আজকের রেট | Gold, Silver Price

প্রথম পর্যবেক্ষণের পর নোটটি আরও কাছ থেকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, নোটটির নিরাপত্তা থ্রেডে ভারত এবং RBI শব্দগুলি লেখা। এই শব্দগুলি নোটের বিভিন্ন কোণ থেকে দেখলে কখনও নীল কখনও আবার সবুজ রঙের দেখায়। এই দুই ধাপ শেষ হলে শেষ ধাপে নোটের উলম্ব ব্যান্ড এবং মহাত্মা গান্ধীর ছবির মাঝখানে তাকান। নোটটি যদি আসল হয় সেক্ষেত্রে ছবির মাঝ বরাবর RBI এবং 100 লেখা থাকবে। এই 3 উপায় অবলম্বন করে সহজেই বোঝা যায় কোন নোটটি আসল এবং কোনটি জাল নোট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সতর্কতা স্বত্বেও বাড়ছে জালিয়াতি

বর্তমানে দেশের আনাচে-কানাচে যেভাবে জাল নোটের কারবার চলছে তাতে প্রশাসন থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তারা বহু আগেই সাধারণ মানুষকে ক্যাশ নেওয়ার সময় সতর্ক থাকার কথা বলেছেন। এমতাবস্থায়, বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাল নোটগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে দেখতে একেবারে আসল নোটের মতোই মনে হয়।

READ MORE:  Business Idea: শহর থেকে গ্রাম, অলিগলিতে চাহিদা, মাস গেলে ৫০ হাজার আয়! এই ব্যবসা করলেই কোটিপতি | Purpose Cream Business

আর এই কারণেই নয়া নির্দেশিকা জারি করে আমজনতাকে সতর্ক করলো RBI। তবে জালিয়াতরা যেভাবে নিজেদের জাল বিস্তার করছেন তাতে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে, খুব শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা দেখে সতর্ক হয়ে যাবেন তারা। এরপর হয়তো আরও নিখুঁত ধাঁচে তৈরি হবে 100 টাকার ভুরি ভুরি জাল নোট।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.