Fake 100 Rs Note: ১০০ টাকার নোট নিয়ে উদ্বেগ, কড়া নির্দেশিকা জারি RBI-এর | Reserve Bank Of India On Fake Bank Note
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ছলে 100 টাকার জাল নোটের লেনদেন বেড়েই চলেছে। দেখতে একেবারে আসল নোটের মতোই, আয়তন থেকে শুরু করে রঙেও তেমন বিশেষ ফারাক নেই। আর এইসব জাল নোট দিয়েই দেদার জালিয়াতির ফাঁদ পাতছেন সমাজের কিছু অসাধু ব্যক্তি। এবার সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে 100 টাকার নোট নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সূত্রের খবর, মূলত বহুল ব্যবহৃত 100 টাকার জাল ও আসল নোটের মধ্যে পার্থক্য বুঝতেই বিশেষ নির্দেশিকা দিয়েছে RBI। জেনে নিন কীভাবে চিনবেন নকল 100।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতিদিন বহুল প্রচলিত 100 টাকার আসল নোট চিনতে হলে নোটটিকে হাতে নিয়ে ভালভাবে পর্যবেক্ষণ করুন। নোটটি ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে 100-র নোটে ওয়াটারমার্কের কাছে উলম্ব ব্যান্ডে ফুলের নকশা রয়েছে। সেই সাথে ওয়াটারমার্ক অঞ্চলে 100 নম্বরের সাথেই মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাবেন।
প্রথম পর্যবেক্ষণের পর নোটটি আরও কাছ থেকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, নোটটির নিরাপত্তা থ্রেডে ভারত এবং RBI শব্দগুলি লেখা। এই শব্দগুলি নোটের বিভিন্ন কোণ থেকে দেখলে কখনও নীল কখনও আবার সবুজ রঙের দেখায়। এই দুই ধাপ শেষ হলে শেষ ধাপে নোটের উলম্ব ব্যান্ড এবং মহাত্মা গান্ধীর ছবির মাঝখানে তাকান। নোটটি যদি আসল হয় সেক্ষেত্রে ছবির মাঝ বরাবর RBI এবং 100 লেখা থাকবে। এই 3 উপায় অবলম্বন করে সহজেই বোঝা যায় কোন নোটটি আসল এবং কোনটি জাল নোট।
বর্তমানে দেশের আনাচে-কানাচে যেভাবে জাল নোটের কারবার চলছে তাতে প্রশাসন থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তারা বহু আগেই সাধারণ মানুষকে ক্যাশ নেওয়ার সময় সতর্ক থাকার কথা বলেছেন। এমতাবস্থায়, বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাল নোটগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে দেখতে একেবারে আসল নোটের মতোই মনে হয়।
আর এই কারণেই নয়া নির্দেশিকা জারি করে আমজনতাকে সতর্ক করলো RBI। তবে জালিয়াতরা যেভাবে নিজেদের জাল বিস্তার করছেন তাতে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে, খুব শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা দেখে সতর্ক হয়ে যাবেন তারা। এরপর হয়তো আরও নিখুঁত ধাঁচে তৈরি হবে 100 টাকার ভুরি ভুরি জাল নোট।
Samsung এর জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 Ultra বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ। Amazon Great Summer…
আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি বিভিন্ন সরকারি পরিষেবা ও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সিন্ধু যুদ্ধ জয়! স্বাধীনতার পাশাপাশি গড়ে উঠল সিন্ধু জল (Indus River)…
সহেলি মিত্র, কলকাতা: হু হু করে বাড়ছে জিনিসের দাম। এদিকে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রাণ…
সহেলি মিত্র, কলকাতাঃ প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মী এখন একটা জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বের যোগাযোগ ব্যবস্থার চতুর্থ নম্বরে আছে ভারতীয় রেল (Indian Railways)। লক্ষ লক্ষ…
This website uses cookies.