FD Interest Rate: কোটি কোটি গ্রাহককে বড়সড় ঝটকা দিল SBI | State Bank Of India Reduce Fixed Deposit Interest
সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষকে এবার রামধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্কটি নিজেদের এফডি রেটের ওপর সুদ (FD Interest Rate) কমিয়ে দেওয়ার ঘোষণা করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে যাদের আগে থেকে এই ব্যাঙ্কে এফডি করা রয়েছে তাঁরা স্বাভাবিকভাবেই চমকে গিয়েছে। এর পাশাপাশি যারা এফডি করবেন বলে আশা করে বসেছিলেন তাঁরাও আকাশ থেকে পড়েছেন ব্যাঙ্কের সিদ্ধান্তের ব্যাপারে শুনে।
জানা গিয়েছে, ১৫ এপ্রিল, ২০২৫ থেকে স্থায়ী আমানত বা এফডিতে সুদের হার সংশোধন করার ঘোষণা করা হয়েছে। এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মধ্যমেয়াদী এফডি স্কিমে হ্রাস করা হয়েছে। এটি সাধারণ এবং প্রবীণ উভয় নাগরিকের জন্য প্রযোজ্য হবে। এর পাশাপাশি, ব্যাংকটি সংশোধিত ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি এফডি স্কিম চালু করার ঘোষণা দিয়েছে।
SBI বিশেষ করে ১ বছর থেকে ৩ বছর মেয়াদী FD-এর জন্য সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ব্যাংক কর্তৃক প্রদত্ত এফডি স্কিম। এটি চালানো হচ্ছে। সংশোধনের পর, ব্যাংকটি ৩.৫০% থেকে ৬.৯% এর মধ্যে সুদের হার প্রদান করবে। এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাংক ৪% থেকে ৭.৫০% হারে সুদ দিচ্ছে।
স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের এহেন সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৬.৮০% থেকে কমিয়ে ৬.৭০% করা হবে। এছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডি-র ক্ষেত্রে সুদের হার এখন ৭.০০% থেকে কমিয়ে ৬.৯০% করা হচ্ছে।
এবার আসা যাক প্রবীণ নাগরিকদের ব্যাপারে। ব্যাঙ্কের তরফে এখন প্রবীণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৭.৩০% থেকে কমিয়ে ৭.২০% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৭.৫০% থেকে কমিয়ে ৭.৪০% করা হবে বলে খবর।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য খুলতে চলেছে দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীর! শ্রম মন্ত্রকের সাথে বিরাট…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় কোনওরকম ক্ষতি হবে না, বলেই জানিয়েছিল বাংলাদেশ…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ সুখবর। এবার রাজ্যের স্টাফ সিলেকশন…
২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর গোটা দেশে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিত্যযাত্রীদের আবারো চরম ভোগান্তির মধ্যে ফেলে দিলে পূর্ব রেল। হ্যাঁ, ব্যান্ডেল-কাটোয়া শাখায়…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন মানুষ প্রকৃতিতেই দিন কাটাতো। কিন্তু আজকের দিনে…
This website uses cookies.