FD Interest Rate: কোটি কোটি গ্রাহককে বড়সড় ঝটকা দিল SBI | State Bank Of India Reduce Fixed Deposit Interest
সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষকে এবার রামধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্কটি নিজেদের এফডি রেটের ওপর সুদ (FD Interest Rate) কমিয়ে দেওয়ার ঘোষণা করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে যাদের আগে থেকে এই ব্যাঙ্কে এফডি করা রয়েছে তাঁরা স্বাভাবিকভাবেই চমকে গিয়েছে। এর পাশাপাশি যারা এফডি করবেন বলে আশা করে বসেছিলেন তাঁরাও আকাশ থেকে পড়েছেন ব্যাঙ্কের সিদ্ধান্তের ব্যাপারে শুনে।
জানা গিয়েছে, ১৫ এপ্রিল, ২০২৫ থেকে স্থায়ী আমানত বা এফডিতে সুদের হার সংশোধন করার ঘোষণা করা হয়েছে। এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মধ্যমেয়াদী এফডি স্কিমে হ্রাস করা হয়েছে। এটি সাধারণ এবং প্রবীণ উভয় নাগরিকের জন্য প্রযোজ্য হবে। এর পাশাপাশি, ব্যাংকটি সংশোধিত ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি এফডি স্কিম চালু করার ঘোষণা দিয়েছে।
SBI বিশেষ করে ১ বছর থেকে ৩ বছর মেয়াদী FD-এর জন্য সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ব্যাংক কর্তৃক প্রদত্ত এফডি স্কিম। এটি চালানো হচ্ছে। সংশোধনের পর, ব্যাংকটি ৩.৫০% থেকে ৬.৯% এর মধ্যে সুদের হার প্রদান করবে। এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাংক ৪% থেকে ৭.৫০% হারে সুদ দিচ্ছে।
স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের এহেন সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৬.৮০% থেকে কমিয়ে ৬.৭০% করা হবে। এছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডি-র ক্ষেত্রে সুদের হার এখন ৭.০০% থেকে কমিয়ে ৬.৯০% করা হচ্ছে।
এবার আসা যাক প্রবীণ নাগরিকদের ব্যাপারে। ব্যাঙ্কের তরফে এখন প্রবীণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৭.৩০% থেকে কমিয়ে ৭.২০% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৭.৫০% থেকে কমিয়ে ৭.৪০% করা হবে বলে খবর।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.