FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৮.০৫% সুদের ঘোষণা দুই ব্যাঙ্কের, জেনে নিন বিনিয়োগের সেরা ঠিকানা | These 2 Bank Giving 8.05% Interest In Fixed Deposit
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নিরাপদ বিকল্প হিসেবে ফিক্সড ডিপোজিটের দিকে পা বাড়তে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। Punjab & Sind Bank এবং Indian Bank তাদের বিশেষ FD-তে এবার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে 30শে জুন, 2025-এর মধ্যে বিনিয়োগ করলে পর্যন্ত আপনি সর্বোচ্চ 8.05% পর্যন্ত সুদ পাবেন এই FD স্কিমে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তবে Punjab & Sind Bank তাদের FD স্কিমে কিছু পরিবর্তন এনেছে। চলুন জেনে নেওয়া যাক বিশেষ স্কিমগুলি সম্পর্কে।
বেশ কিছু সূত্র বলছে, Punjab & Sind Bank কিছু নির্দিষ্ট FD স্কিম বন্ধ করে দিয়েছে এবং কিছু স্কিমের সুদের হারও (FD Interest Rate) কমিয়ে দিয়েছে। আর এই নতুন সুদের হার কার্যকর হয়েছে 1লা এপ্রিল, 2025 থেকে। বন্ধ হওয়া স্কিমের মধ্যে 333 দিন মেয়াদের FD স্কিমটি রয়েছে, যেটিতে সুদ দেওয়া হত 7.2% এবং 555 দিন মেয়াদের FD স্কিম, যেটিতে সুদ দেওয়া হত 7.45%।
এবার Punjab & Sind Bank তাদের FD স্কিমের মেয়াদ বদলে সুদের হার নির্ধারণ করেছে। সেগুলি হল-
তবে এক্ষেত্রে বলে রাখি, সিনিয়ার সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। 60 বছরের বেশি বয়সীদের জন্য 0.50% অতিরিক্ত সুদ মিলছে এবং 80 বছরের বেশি বয়সীদের জন্য নির্দিষ্ট স্কিমে 0.15% অতিরিক্ত সুদ মিলছে।
শুধু Punjab & Sind Bank নয়। Indian Bank’ও তাদের IND Supreme (300 দিন) এবং IND Super (400 দিন) স্কিমের মেয়াদ 30শে জুন, 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আর এই স্কিমে সর্বোচ্চ 8.05% পর্যন্ত সুদ মিলছে। তবে এই সুদ শুধুমাত্র 80 বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্যই। পাশাপাশি 60 বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য 7.80% সুদ দেওয়া হচ্ছে এবং সাধারণ গ্রাহকদের জন্য 7.30% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
আপনি যদি Punjab & Sind Bank এর ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান, তাহলে এখানে সর্বোচ্চ 7.5% সুদ মিলবে। আর এই স্কিমের মেয়াদ 375 দিন। তবে যদি Indian Bank এর FD স্কিমের দিকে পা বাড়ান, তাহলে এখানে 8.05% পর্যন্ত সুদ মিলছে। আর এই স্কিমদুটির মেয়াদ যথাক্রমে 300 দিন এবং 400 দিন।
তাই যদি আপনি সর্বোচ্চ সুদ চান, তাহলে Indian Bank এর 8.05% সুদ দেওয়া FD স্কিমকে নিরাপদে বেছে নিতে পারেন। আবার যদি আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য নিরাপদ বিনিয়োগ চান, তাহলে Punjab & Sind Bank এর 375 দিন বা 444 দিনের FD স্কিম আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
আধার কার্ড বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। নির্বাচন কমিশন এখন আধার…
শ্বেতা মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো গেল। আরেকটু এদিক ওদিক হলে…
ভারতে লঞ্চ হল নতুন 4G বাজেট স্মার্টফোন Poco C71। এর দাম শুরু হয়েছে ৬,৪৯৯ টাকা…
হোন্ডা কোম্পানি শিগগিরই ২৫০ কিলোমিটার রেঞ্জের একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে, যার নাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত এক বছর ধরে ২৬ হাজার শিক্ষকের চাকরি (SSC) বাতিলকে ঘিরে সুপ্রিম…
সৌভিক মুখার্জী, কলকাতা: জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিশেষ করে যারা ক্রিকেটপ্রেমী। কারণ বর্তমানে আইপিএলের…
This website uses cookies.