লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Fixed Deposit: ১ লক্ষ বিনিয়োগে ২ লাখ রিটার্ন! সিনিয়র সিটিজেনদের জন্য SBI-র সেরা ফিক্সড ডিপোজিট | Senior Citizen FD In SBI

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বয়সের অঙ্ক যত গড়ায় তত বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সবথেকে নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যমে হিসেবে পরিচিত। আর যদি সেটি হয় দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI-তে তাহলে তো আর পিছনে ফিরে তাকাতে হয় না। কারণ এখানে বিশ্বাসের জায়গায় এমনিতেই মজবুত হয়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের জনপ্রিয় ৪০০ দিনের অমৃত কলস স্কিম বন্ধ করে দিয়েছে। তবে যারা উচ্চ সুদের হারে ফিক্সড ডিপোজিট করতে চান, তাদের জন্য রয়েছে ৪৪৪ দিন মেয়াদের ‘অমৃত বৃৃষ্টি’ স্কিম। চলুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন মেয়াদের সেরা কিছু এফডি স্কিম, যেখানে বিনিয়োগ করলেই লক্ষ্মীলাভ হবে।

READ MORE:  রেশন দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ, রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে খাদ্য দপ্তর

এক বছর মেয়াদের এফডি স্কিম

যদি কোন সিনিয়র সিটিজেন ১ বছরের এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সে মেয়াদ শেষে পাবেন ১,৭,৩০০ টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি। এখানে ৭.৩০% হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে ২,১৪,৬০০/- টাকা রিটার্ন পাবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তিন বছর মেয়াদের এফডি স্কিম

যদি কোন সিনিয়র সিটিজেন ৩ বছরের এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সে মেয়াদ শেষে ১,২৩,৩৪৮.৯৮/- টাকা পাবেন। এক্ষেত্রে ৭.২৫% হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মেয়াদ শেষে পাওয়া যাবে ২,৪৬,৭২৯.৯৭/- টাকা।

READ MORE:  Post Office RD Scheme: মাসে ১০ হাজার বিনিয়োগে ৫ বছরে পান ৭ লাখ, দারুণ স্কিম পোস্ট অফিসের | India Post Recurring Deposit Scheme

পাঁচ বছর মেয়াদের এফডি স্কিম

যদি কোন সিনিয়র সিটিজেন ৫ বছরের এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সে মেয়াদ শেষে ১,৪৩,৫৬২.৯৩/- টাকা পাবেন। এক্ষেত্রে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ২,৮৭,১২৫.৮৭/- টাকা পাওয়া যাবে

দশ বছর মেয়াদের এফডি স্কিম

যদি কেউ ১০ বছর মেয়াদের এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সে মেয়াদ শেষে ২,০৬,১০৩/- টাকা পাবেন। অর্থাৎ, বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। এক্ষেত্রে ৭.৫০% হারে সুদ দেওয়া হবে। এই স্কিমে যদি কেউ ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৪,১২,২০৬.৩১/- টাকা পাওয়া যাবে।

READ MORE:  Gold And Silver Price Today: সোনায় সোহাগা! টানা পতন হলুদ ধাতুর দামে, নতুন রেটে স্বস্তিতে মধ্যবিত্তরা, রইল আজকের দর

সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরো সুবিধা

যাদের বয়স ৮০ বছর বা তার বেশি, তাদের জন্য SBI আরো বেশি সুবিধা দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে অতিরিক্ত ০.১০% সুদ দেওয়া হচ্ছে প্রতিটি মেয়াদের জন্য। অর্থাৎ, সুদের হারের সামান্য হলেও পার্থক্য থাকে, যা দীর্ঘমেয়াদে এক বড় অঙ্কের লাভে পরিণত হয়।

তাই যদি আপনি বা আপনার বাড়ির কোন বয়স্ক সদস্য নিরাপদ ও নিশ্চিত বিনিয়োগের সন্ধান করে থাকেন, তাহলে ভারতের স্টেট ব্যাঙ্কের এই এফডি স্কিমগুলি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। একদিকে সুদের হার যেমন চড়া, তেমনই সরকারি ব্যাঙ্ক হওয়ায় বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ থাকবে। তাই দেরি না করে আজই নিকটবর্তী কোন স্টেট ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করে ভবিষ্যতকে সুরক্ষিত করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.