লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Fixed Deposit: ৩ বছরের ফিক্সড ডিপোজিটে অভাবনীয় সুদ, SBI সহ ৫ ব্যাঙ্ক দিচ্ছে বাম্পার অফার | 3 Year FD Interest Rate

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে অর্থ সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা সবার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এমন একটি জায়গায় টাকা রাখা দরকার, যেখানে নিরাপত্তার সঙ্গে মিলবে মোটা অঙ্কের রিটার্ন। আর সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) এখনো বহু মানুষের প্রথম পছন্দ। তবে বিশেষ করে যারা ঝুঁকি নিতে চান না, তাদের কাছে ব্যাংকের FD সবথেকে নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে এখানে কিছু প্রশ্ন থেকে যায়। কোন ব্যাংকে তিন বছরের জন্য সবথেকে বেশি সুদ মিলছে? চিন্তার কারণ নেই। আমরা সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেবো আজকের আর্টিকেলে। আমরা এমন পাঁচটি শীর্ষ ব্যাংকের কথা বলব, যে ব্যাংকগুলি ৩ বছরের মেয়াদী FD স্কিমে সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। হ্যাঁ, চলুন বিস্তারিত জেনে নিই, এই ব্যাংকগুলির ফিক্সড ডিপোজিট সম্পর্কে।

READ MORE:  SBI Amrit Vrishti: ফিক্সড ডিপোজিটে ৭.৬০% সুদ, গ্রাহকদের স্বস্তির খবর শোনাল SBI | State Bank Of India Fixed Deposit Scheme

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য তিন বছরের FD-তে ৬.৭৫ শতাংশ হারে সুদ দেয়। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। বয়স্ক নাগরিকদের জন্য এই স্কিমে সুদের হার ৭.২৫% পর্যন্ত। তাই নিরাপদ বিনিয়োগ এবং বিশ্বাসযোগ্যতার কারণে বহু মানুষ স্টেট ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ব্যাংক অফ বরোদা

ব্যাংক অফ বরোদা তাদের গ্রাহকদের জন্য তিন বছর মেয়াদি FD-তে ৭.১৫% হারে সুদ দিচ্ছে। আর সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার ৭.৬৫%। তাই যারা একটু বেশি পরিমাণে রিটার্ন খুঁজছেন, তাদের জন্য এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে সেরা বিকল্প।

READ MORE:  Stock Market: ২৬% কমল দাম, এই স্টকে বিনিয়োগ করলে পেতে পারেন মোটা মুনাফা | Hindustan Aeronautics Limited Share Price Down

IDFC ব্যাংক

IDFC First Bank ৩ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের ৬.৮% হরে সুদ দিচ্ছে এবং বয়স্কদের জন্য ৭.৩% হারে সুদ দিচ্ছে। তুলনামূলকভাবে নতুন ফিক্সড ডিপোজিট স্কিম হলেও এই ব্যাংকটি বেশ ভালো অঙ্কের সুদ প্রদান করছে।

HDFC ব্যাংক

দেশের অন্যতম বড় প্রাইভেট ব্যাংক HDFC তাদের তিন বছরের FD-তে সাধারণ গ্রাহকদের ৭% হারে সুদ দিচ্ছে। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫% হারে সুদ দিচ্ছে। নির্ভরযোগ্য পরিষেবা এবং সুদের হারের জন্য বহু মানুষ HDFC ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটকে বেছে নেয়।

READ MORE:  কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! হোলির আগেই বাড়ছে ডিএ , জানুন সব তথ্য

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া

সূত্র বলছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তিন বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৭% হারে সুদ দিচ্ছে এবং বয়স্ক নাগরিকদের ৭.২% হারে সুদ দিচ্ছে। তাই যারা নিরাপদে বিনিয়োগ করতে চান এবং বেশি পরিমাণে সুদ পেতে চান, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে পারে। 

ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সঠিক ঠিকানা ব্যাংক। তাই আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য তিন বছরের FD খুঁজে থাকেন, তাহলে উপরের ব্যাংকগুলির ফিক্সড ডিপোজিট স্কিমে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন। কারণ, তিন বছর শেষে আপনার পকেটে আসবে মোটা অঙ্কের টাকা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.