Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.০৫% সুদ দিচ্ছে SBI সহ ৪ ব্যাঙ্ক | FD Interest Rate
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক চলতি বছরে একাধিকবার রেপো রেট কমিয়েছে। আর এই পরিস্থিতিতে বেশিরভাগ ব্যাংকই এফডিতে (Fixed Deposit) সুদের হার কমিয়ে দিয়েছ। তবে দেশের এখনও বেশ কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে, যারা তাদের বিশেষ মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম চালিয়ে যাচ্ছে এবং উচ্চ হারে সুদ প্রদান করছে।
আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দেব সেরা চারটি ব্যাংকের এফডি স্কিম সম্পর্কে, স্কিমগুলির সর্বশেষ সুদের হার, বিনিয়োগের শেষ তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। শুধু তাই নয়, এই স্কিমগুলোতে বিনিয়োগ করলেই হবে লক্ষীলাভ। কারণ এখনও এই এফডি স্কিমগুলি উচ্চ হারে সুদ প্রদান করছে।
সরকারের মালিকাধীন ইন্ডিয়ান ব্যাংক তাদের জনপ্রিয় দুটি স্পেশাল এফডি স্কিম IND Supreme ও IND Super FD এর সময়সীমা 30শে জুন, 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সূত্র বলছে, এই স্কিমে সিনিয়র সিটিজেনদের জন্য 8.05% সুদ দেওয়া হয়।
তবে সাধারণ গ্রাহকদের কিছুটা কম হারে সুদ প্রদান করা হয়। এক্ষেত্রে বলে রাখি, এই স্কিমে কোনরকম সুদের হার পরিবর্তন করা হয়নি। যারা মোটা অঙ্কের রিটার্ন খুঁজছেন, তারা চোখ বন্ধ করে এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন।
পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাংকও তাদের স্পেশাল এফডি স্কিমের সময় সীমা 30 জুন, 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদিও এই ব্যাংকটি একাধিক মেয়াদের এফডি স্কিম বাতিল করে সুদের হার কিছুটা কমিয়েছে। সূত্র বলছে, 333 এবং 555 দিন মেয়াদী এফডি স্কিম তারা বন্ধ করে দিয়েছে।
তবে বর্তমানে 444 দিনের একটি এফডি স্কিম চালু করে রেখেছে, যেখানে 7.10% হারে সুদ দেওয়া হচ্ছে। পাশাপাশি 777 দিন মেয়াদের এফডি স্কিমে 6.50% হারে সুদ দেওয়া হচ্ছে এবং 999 দিন মেয়েদের এফডি স্কিমে 6.35% হারে সুদ দেওয়া হচ্ছে। আর এই সুদের হার কার্যকর হয়েছে 1 এপ্রিল, 2025 থেকে।
IDBI ব্যাংক তাদের উৎসব ফিক্সড ডিপোজিট স্কিমে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তারা 300 দিন এবং 375 দিন মেয়াদের এফডি স্কিমগুলি বাতিল করে দিয়েছে এবং একাধিক মেয়াদের স্কিমে সুদের হার কমিয়েও দিয়েছে।
জানা যাচ্ছে, 444 দিন মেয়াদের স্কিমে সাধারণ গ্রাহকরা 7.25% এবং সিনিয়র সিটিজেনরা 7.75% হারে সুদ পাচ্ছেন। পাশাপাশি 555 দিন মেয়াদের স্কিমে সাধারণ গ্রাহকরা 7.30% এবং সিনিয়র সিটিজেনরা 7.80% হারে সুদ পাচ্ছেন।
দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI তাদের জনপ্রিয় 444 দিনের অমৃত বৃষ্টি স্পেশাল এফডি স্কিম চালু করেছে। আর এই স্কিমটি 15 এপ্রিল, 2025 থেকে কার্যকর হয়েছে। যদিও সুদের হার 20 বেসিস পয়েন্ট কমানো হয়েছে।
এই স্কিমে সাধারণ গ্রাহকদের 7.05% হারে সুদ দেওয়া হচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের 7.55% হারে সুদ দেওয়া হচ্ছে। তবে SBI এখনো এই স্কিমে বিনিয়োগ করার শেষ দিনক্ষণ ঘোষণা করেনি।
তাই আপনি যদি ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এবং নির্ভরযোগ্য ও মধ্যমেয়াদি কোন বিনিয়োগের কথা ভেবে থাকেন, তাহলে 30 জুন, 2025 এর আগেই বিবেচনা করা বুদ্ধিমানের কাজ হবে। কারণ বেশিরভাগ এমডি স্কিমগুলির মেয়াদ 30 জুন পর্যন্ত রাখা হয়েছে।
ঘোষণা মতো আজ লঞ্চ হল Oppo K12s স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা…
Apple সম্প্রতি ভারতে সস্তা আইফোন মডেল হিসেবে iPhone 16e লঞ্চ করেছে। এই মডেলটি এখন সস্তায়…
হুয়াওয়ে একপ্রকার চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন Huawei Enjoy 80 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ (DA Case) মামলার আজ গুরুত্বপূর্ণ শুনানি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩শে এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আপনি যদি ১২ হাজার টাকার কমে 5G ফোন খুঁজে থাকেন তাহলে Realme Narzo N65 5G…
This website uses cookies.