সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যখন ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সুদের হার দিনের পর দিন কমিয়ে দিচ্ছে, তখন কিছু ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য 9.1% পর্যন্ত সুদ দিচ্ছে। হ্যাঁ ঠিকই পড়েছেন। যেহেতু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট কমিয়েছে, তাই বেশিরভাগ ব্যাঙ্কই এফডি এবং সঞ্চয় অ্যাকাউন্টই সুদের হার কমাচ্ছে। তবে তিন বছরের মত মাঝারি মেয়াদের এফডিতে বিনিয়োগ করার জন্য এই ব্যাঙ্কগুলি এখন সেরা বিকল্প হয়ে উঠেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সিনিয়ার সিটিজেনদের জন্য সর্বোচ্চ 9.1% সুদের হার
আসলে বর্তমানে কিছু ছোটখাটো ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে, যেগুলি সিনিয়র সিটিজেনদের তিন বছরের মেয়াদে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, কোন ব্যাঙ্কে কত হারে সুদ দেওয়া হচ্ছে।
9.1% সুদের হার
আসলে উতকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছর ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনদের 9.1% পর্যন্ত সুদ অফার করছে, যা বর্তমানে সর্বোচ্চ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
9% সুদের হার
জানিয়ে রাখি, নর্থইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরের মেয়াদের এফডিতে 9% সুদ দিচ্ছে।
8.75% সুদের হার
শুধু তাই নয়, জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং সুর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখন তিন বছর মেয়াদে সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে 8.75% সুদ দিচ্ছে।
8.65% সুদের হার
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছর মেয়াদের এফডিতে সিনিয়র সিটিজেনদের 8.65% হারে সুদ দিচ্ছে।
8.25% সুদের হার
এছাড়া একুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছর মেয়াদে সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে 8.25% হারে সুদ দিচ্ছে।
সিনিয়র সিটিজেনদের জন্য 15H ফর্ম
2025-র বাজেটে ঘোষণা করা হয়েছে যে, ব্যাঙ্কগুলি যখন এফডিতে 1 লক্ষ টাকার বেশি সুদ আয় করবে, তখন সেখান থেকে টিডিএস কাটা হবে। তবে হ্যাঁ, ফর্ম 15H জমা দিয়ে সিনিয়র সিটিজেনরা টিডিএস কাটা থেকে মুক্তি পেতে পারেন। তবে শর্ত আছে। তাদের মোট ট্যাক্সের দায় শূন্য হতে হবে।
সহজ কথাই বললে মোট আয় যদি 3 লক্ষ টাকা নীচে রাখতে পারেন, তাহলে ফরম 15H জমা দিয়ে টিডিএস থেকে মুক্তি পেতে পারেন। তবে মনে রাখবেন, ব্যাঙ্ক থেকে কাটা টিডিএস পরে আয়কর রিটার্নে দাবি করা হতে পারে। তাই ভবিষ্যতকে সুরক্ষিত করতে চাইলে অবশ্যই উল্লিখিত ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট করে দেখতে পারেন।