লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Fixed Deposit Interest Rates: আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল Axis Bank | Axis Bank revised Fixed Deposit Interest Rates

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলতে মানুষ ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) বোঝেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের আরও কিছুটা অতিরিক্ত সুদ প্রদান করা হয়। তাই তারা অবসরের পর নিজেদের সমস্ত সঞ্চয় সেখানেই রয়েছে সুদের টাকায় সংসার চালান। তবে কম বেশি প্রতিমাসেই সরকারি ও প্রাইভেট ব্যাঙ্কের তরফ থেকে FD এর উপর প্রদেয় সুদের হার ওঠা নাম করতে থাকে। সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করা হয়েছে। কতটা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

বদলে গেল ফিক্স ডিপোজিটের উপর সুদের হার

বিগত ২৭ জানুয়ারি নতুন সুদের হার জারি করা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে। আরবিআই এর মনিটারি পলিসি কমিটির বৈঠকের আগেই এই সুদের হার কার্যকর হয়েছে। তাই আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে নতুন এফডি করার আগে সুদের হার একবার দেখে নিতেই পারেন।

READ MORE:  Top 5 Richest Family In Asia: এশিয়ার সেরা ৫ ধনী পরিবারে ভারতের দুই, আম্বানি থাকলেও নেই আদানি! তালিকায় কারা? | Asia's Richest Families

কত হল নতুন সুদের হার?

অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্স ডিপোজিটের সময়ের উপর নির্ভর করে ৩% থেকে ৭.২৫% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হারা ৩.৫% থেকে ৭.৭৫% হতে পারে। আপনি নূন্যতম ৭ দিন ও সর্বোচ্চ ১০ বছরের জন্য FD করতে পারেন।

সময়ের হিসাবে FD-তে সুদের হার

আগেই বলা হয়েছে সময়ের উপর ফিক্সড ডিপোজিটের সুদের হার নির্ভর করে। তাই কত বছরের জন্য স্থায়ী আমানতে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি সুবিধা হবে সেটাও দেখে নেওয়া উচিত। নিচে ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে সময় অনুযায়ী সুদের হার দেওয়া হলঃ

  • ৭ দিন থেকে ১৪ দিনের বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের  ৩% ও প্রবীণ নাগরিকদের ৩.৫% সুদ দেওয়া হবে।
  • ১৫ দিন থেকে ২৯ দিনের বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের  ৩% ও প্রবীণ নাগরিকদের ৩.৫% সুদ দেওয়া হবে।
  • ৩০ দিন থেকে ৪৫ দিনের বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের  ৩.৫% ও প্রবীণ নাগরিকদের ৪% সুদ দেওয়া হবে।
  • ৪৬ দিন থেকে ৬০ দিনের বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের  ৪.২৫ % ও প্রবীণ নাগরিকদের ৪.৭৫% সুদ দেওয়া হবে।
  • ৬১ দিন থেকে ৩ মাস পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের  ৪.৫% ও প্রবীণ নাগরিকদের ৫% সুদ দেওয়া হবে।
  • ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের  ৪.৭৫% ও প্রবীণ নাগরিকদের ৫.২৫ % সুদ দেওয়া হবে।
  • ৬ মাস থেকে ৯ মাসের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৫.৭৫% ও প্রবীণদের জন্য ৬.২৫% সুদ দেওয়া হবে।
  • ৯ মাস থেকে ১২ মাসের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৬% ও প্রবীণদের জন্য ৬.৫% সুদ দেওয়া হবে।
  • ১ বছর থেকে ১৫ মাসের  ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৬.৭০% ও প্রবীণদের জন্য ৭.৩০% সুদ দেওয়া হবে।
  • ১৫ মাস থেকে ২ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৭.২৫% ও প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫% সুদ দেওয়া হবে।
  • ২ বছর থেকে ৫ বছরের ক্ষেত্রে FD-তে সাধারণ গ্রাহকদের ৭.১০% ও প্রবীণ গ্রাহকদের জন্য ৭.৬০% সুদ দেওয়া হবে।
  • ৫ থেকে ১০ বছরের বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৭% ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৭৫% সুদ দেওয়া হবে।
READ MORE:  Post Office RD Scheme: ১৫০০ টাকা বিনিয়োগে পান ১ লক্ষ টাকারও বেশি! বিশেষ অফার পোস্ট অফিসের | India Post Scheme

তবে বিনিয়োগের আগে সমস্ত ডকুমেন্ট অবশ্যই চেক করে নিতে হবে। এছাড়া নিকটবর্তী ব্যাঙ্কে কোনো স্পেশাল স্কিম চালু রয়েছে কি না সেটাও দেখে নেওয়া উচিত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.