লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Fixed Deposit: PNB গ্রাহকদের জন্যে দুঃসংবাদ! একধাক্কায় কমল অনেকটাই, FD-তে নয়া সুদের হার কত?

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে থাকেন বা ভবিষ্যতে করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। সম্প্রতি এই ব্যাংক তাদের FD-এর সুদের ০.৭৫% কমিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই পরিবর্তন ১লা মার্চ, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ লক্ষ গ্রাহক হতাশ হতে পারে, যারা বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে আগ্রহী।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কাদের জন্য এই নতুন হার প্রযোজ্য?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সাধারণত ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। তবে এক্ষেত্রে বলে রাখি, এই নতুন সুদের হার ৩ কোটি টাকার বেশি FD-এর জন্য চালু করা হয়েছে। সুদের হার নির্ধারণ করা হয়েছে মূলত বিনিয়োগের মেয়াদ হিসাবে। চলুন দেখে নিই বিনিয়োগের মেয়াদ হিসেবে প্রত্যেক নাগরিকের জন্য সুদের হার।

READ MORE:  বন্দে ভারত তৈরির জন্য ঋণ দিন! PNB থেকে চাওয়া হল ৫০০ কোটি

FD-তে নতুন সুদের হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে নতুন সুদের হারের তালিকা প্রকাশ করেছে সেটি কিছুটা এরকম- 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

১) ৭ থেকে ১৪ দিন মেয়াদের জন্য সুদের হার ৫.২৫%। 

২) ১৫ থেকে ২৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৫.২৫%।

৩) ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের জন্য সুদের হার ৫.২৫%।

৪) ৪৬ থেকে ৬০ দিন মেয়াদের জন্য সুদের হার ৬.৫০%।

৫) ৬১ থেকে ৯০ দিন মেয়াদে সুদের হার ৬.২৫%। 

৬) ৯১ থেকে ১৭৯ দিন মেয়াদে সুদের হার ৬.৫০%।

READ MORE:  ১০ই এপ্রিল লাস্ট ডেট! এরমধ্যে এই কাজ না করলে PNB অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

৭) ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদে সুদের হার ৬.৬৫%।

৮) ২৭১ থেকে ২৯৯ দিন মেয়েদার জন্য সুদের হার ৬.৭৫%।

৯) ৩০০ দিন মেয়াদের জন্যে সুদের হার ৭.০০%।

১০) ৩০১ থেকে ৩০২ দিন মেয়াদে সুদের হার ৬.৭৫%।

১১) ৩০৩ দিনের মেয়াদের জন্য সুদের হার ৭.০০%।

১২) ৩০৪ দিন বা ১ বছরের কম মেয়াদের জন্য সুদের হার ৬.৫০%। 

১৩) ১ বছরের জন্য সুদের হার ৬.৭৫%।

১৪) ১ বছর থেকে ৩৯৯ দিন মেয়াদে সুদের হার ৬.৮০%। 

১৫) ৪০০ দিন মেয়াদে সুদের হার ৬.৮০%। 

১৬) ৪০১ থেকে ৫০৫ দিন মেয়াদে সুদের হার ৬.৮০%।

১৭) ৫০৬ দিন মেয়াদে সুদের হার ৬.৭০%।

১৮) ৫০৭ দিন থেকে ২ বছর মেয়াদে সুদের হার ৬.৮০%।

READ MORE:  Business Idea: সারাবছরই হাই ডিমান্ড, এভাবে মুরগি পালন ব্যবসা শুরু করলেই প্রতিমাসে আয় হবে ২ লাখ | Poultry Farming Business to Earn up to Rs 2 Lakh Every Month

১৯) ২ থেকে ৩ বছর মেয়াদে সুদের হার ৬.৫০%।

২০) ৩ বছরের বেশি থেকে ১২০৩ দিন মেয়াদের জন্যে সুদের হার ৬.২৫%। 

২১) ১২০৪ দিন মেয়াদে সুদের হার ৬.৩৫%।

২২) ৫ থেকে ১০ বছর মেয়াদের জন্যে সুদের হার ৫.৭%। 

কেন কমানো হলো সুদের হার?

বিশেষজ্ঞরা মনে করছে, ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা নীতি এবং বাজারে সুদের হারের উঠানামার কারণেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। অনেক ক্ষেত্রে ব্যাংকগুলি বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সুদের হার কমিয়ে থাকে বা বাড়িয়ে থাকে। হয়তো এই কারণেই সুদের হার কমানো হয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই পরিবর্তন বহু গ্রাহকের উপর সরাসরি প্রভাব ফেলবে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে সুদের হার সম্পর্কে অবগত হন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.