লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Fixed Deposit: কোটি কোটি গ্রাহককে বিরাট ঝটকা দিল PNB! | Punjab National Bank Fixed Deposit Rate

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই একের পর এক ধাক্কা দিচ্ছে ভারতের বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। এবার সেই তালিকায় নাম লেখালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। সাধারণ মানুষের সবথেকে পছন্দের বিনিয়োগের মাধ্যম ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। আর এবার পিএনবি তাদের সুদের হার অনেকটাই কমিয়ে দিল। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন স্কিমে কত শতাংশ সুদের হার কমানো হয়েছে এবং কোন সময়কালের জন্য কত সুদ পাওয়া যাবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন কোন FD-তে কমলো সুদের হার?

সূত্র মারফত জানা যাচ্ছে, আগে পিএনবির সর্বোচ্চ সুদের হার ছিল ৭.২৫%। আর এখন তা করা হয়েছে মাত্র ৭.১০%। তবে এই হার শুধুমাত্র ৩৯০ দিনের জন্য এফডির ক্ষেত্রে প্রযোজ্য। এখন সুদের হারগুলি মূলত এরকম-

READ MORE:  Ponzi Scheme: Treasure NFT-তে বিনিয়োগ করেছেন? পড়বেন চরম ফ্যাসাদে! সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ | West Bengal Police Over Investment In NFT

১) ৩০০ দিনের এফডিতে আগে সুদ দেওয়া হত ৭.০৫%। কিন্তু এখন দেওয়া হবে ৬.৫০%।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২) ২ থেকে ৩ বছরের মধ্যে যেকোনো সময়কালের এফডিতে আগে সুদ দেওয়া হত ৭%। তবে এখন সুদ দেওয়া হবে ৬.৭৫%।

৩) ১২০৪ দিন মেয়েদের এফডিতে আগে সুদ দেওয়া হত ৬.৪০% হারে। তবে এখন সুদ দেওয়া হবে ৬.১৫%।

READ MORE:  Indian Post Payment Bank Recruitment 2025: শুরুতেই বেতন ৩০ হাজার, ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অজস্র শূন্যপদে নিয়োগ | India Post Recruitment

৪) ৫ বছর থেকে ১৮৯৪ দিনের এফডিতে আগে সুদ দেওয়া হত ৬.৫০%। তবে এখন দেওয়া হবে ৬%। 

৫) ১৮৯৫ দিনের এফডিতে এবার থেকে সুদ প্রযোজ্য হবে ৫.৮৫%।

৬) ১৮৯৬ দিন থেকে ১০ বছরের মেয়াদের এফডিতে আগে সুদ দেওয়া হত ৬.৫০%। কিন্তু এখন সুদ দেওয়া হবে ৬%।

সিনিয়র এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে বিশেষ সুবিধা

সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, এই নয়া সুদের হার সাধারণ নাগরিকদের জন্যই শুধুমাত্র প্রযোজ্য হবে। তবে সিনিয়র সিটিজেনরা একই সময়কালের জন্য অতিরিক্ত ০.৫০% হারে সুদ পাবেন এবং সুপার সিনিয়ার সিটিজেনরা পাবেন আরো বেশি আরো সুদ, যা ব্যাংক নির্ধারণ করবে।

READ MORE:  ব্যাঙ্ক ছেঁড়া নোট নিতে অস্বীকার করছে? ছেঁড়া নোট থাকলে এই কাজগুলি করুন

কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন হার?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই নতুন এফডি সুদের হার ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। তাই যারা এখন নতুন করে এফডি খুলবেন বা পুরনো এফডি স্কিমের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে বিনিয়োগ করতে চান, তাদের ক্ষেত্রে এবার এই হার প্রযোজ্য হবে। 

ফলে যেকোনো বিনিয়োগের আগে অবশ্যই ভালোভাবে সময়কাল এবং সুদের হার বুঝে, ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা ব্রাঞ্চ থেকে বিস্তারিত তথ্য নিয়েই সিদ্ধান্তের পথে হাঁটা বুদ্ধিমানের কাজ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.