Fixed Deposit: ৯% সুদ! ফিক্সড ডিপোজিট চোখ ধাঁধানো রিটার্ন দিচ্ছে এই ব্যাংকগুলি | These 9 Small Finance Banks Are Giving Highest Interest Of 9% In Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতাঃ গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) রেপো রেট কমিয়ে দিয়েছিল। আর এরপর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উচ্চ সুদের এফডি খোঁজার প্রবণতা বেড়ে চলেছে। বর্তমানে বেশ কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, যেগুলি নির্দিষ্ট মেয়াদে ফিক্স ডিপোজিটে (Fixed Deposit) ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের জন্য দারুণ একটি সুযোগ হতে চলেছে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই স্মল ফাইন্যান্স ব্যাংক? | Small Finance Bank Fixed Deposit Interest

সাধারণ ব্যাংকের তুলনায় স্মল ফাইন্যান্স ব্যাংক অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পী, কৃষক বা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য আর্থিক নিরাপত্তা প্রদান করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন এই ব্যাংকগুলি সাধারণ ব্যাংকের মতোই কার্যকর। তবে এই ব্যাংকের প্রধান লক্ষ্য হল গ্রামীণ ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের জন্য সহজলভ্য ব্যাংকিং পরিষেবা প্রদান করা।

READ MORE:  Fixed Deposit Interest Rates: আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল Axis Bank | Axis Bank revised Fixed Deposit Interest Rates

৯% পর্যন্ত সুদ ফিক্সড ডিপোজিট

জানলে হয়তো অবাক হবেন, বর্তমানে Unity Small Finance Bank ও North East Small Finance Bank ব্যাংকদুটি সর্বোচ্চ ৯% পর্যন্ত সুদ প্রদান করছে। তবে হ্যাঁ, এটি নির্দিষ্ট মেয়াদের জন্যই প্রযোজ্য। চলুন দেখে নেওয়া যাক, আরও বেশ কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাংকের সর্বোচ্চ এফডি সুদের হার এবং মেয়াদের পরিমাণ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

১) Unity Small Finance Bank- এই ব্যাংকটি ১০০১ দিনের মেয়াদে সর্বোচ্চ ৯% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৭.৮৫% হারে সুদ পাওয়া যাবে।

২) NorthEast Small Finance Bank- এই ব্যাংকটি ১৮ মাস ১ দিন থেকে ৩৬ মাসের মেয়াদে সর্বোচ্চ ৯% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৭% হারে সুদ পাওয়া যাবে।

৩) Suryoday Small Finance Bank- এই ব্যাংকটি ৫ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮.৬% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৮.২৫% হারে সুদ পাওয়া যাবে।

READ MORE:  PM কিষাণ যোজনার ভাতা ৯০০০ টাকা হচ্ছে, বড় ঘোষণা রাজ্য সরকারের

৪) Utkarsh Small Finance Bank- এই ব্যাংকটি ২-৩ বছর বা ১৫০০ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.৫% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৮% হারে সুদ পাওয়া যাবে।

৫) ESAF Small Finance Bank- এই ব্যাংকটি ৮৮৮ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.৩৮% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৬% হারে সুদ পাওয়া যাবে।

৬) Equitas Small Finance Bank- এই ব্যাংকটি ৮৮৮ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.২৫% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৮.১% হারে সুদ পাওয়া যাবে।

৭) Jana Small Finance Bank- এই ব্যাংকটি ১-৩ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮.২৫% সুদ দিচ্ছে। 

৮) Ujjivan Small Finance Bank- এই ব্যাংকটি ১৮ মাসের মেয়াদে সর্বোচ্চ ৮.২৫% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৮.১% হারে সুদ পাওয়া যাবে।

৯) AU Small Finance Bank- এই ব্যাংকটি ১৮ মাসের মেয়াদে সর্বোচ্চ ৮.১% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৭.২৫% হারে সুদ পাওয়া যাবে।

READ MORE:  Mahila Samman Savings Certificate: পোস্ট অফিস না ব্যাঙ্কে FD, কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা পাবেন মহিলারা? জানুন | Fixed Deposit And India Post Investment For Womens

নিরাপত্তার দিক থেকে কেমন স্মল ফাইন্যান্স ব্যাংক?

অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, স্মল ফাইন্যান্স ব্যাংক নিরাপদ কিনা? আসলে এই ধরনের ব্যাংকগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ, অন্যান্য ব্যাংকের মতোই এদের উপর সমস্ত ব্যাংকের নিয়ম এবং বিধি প্রযোজ্য। এছাড়া Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) অনুসারে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া এই ব্যাংকগুলোতে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ, কোন ব্যাংক যদি আর্থিক সমস্যায় পড়ে তবুও গ্রাহক ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবে।

আপনার জন্য কোন এফডি সেরা বিকল্প?

যদি আপনি সর্বোচ্চ সুদের হার খুঁজে থাকেন তাহলে Unity Small Finance Bank ও NorthEast Small Finance Bank ব্যাংকের ৯% সুদের হার হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। তবে বিনিয়োগের আগে ব্যাংকের শর্তগুলি অবশ্যই ভালোভাবে বুঝে নেওয়া জরুরী। 

Scroll to Top