নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই উপযুক্ত সময়। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ রয়েছে আকর্ষণীয় অফারের ঢল, যেখানে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। এক লাখ টাকায় লঞ্চ হওয়া Samsung Galaxy S24+ এখন মিলছে প্রায় অর্ধেক দামে। একইসঙ্গে লেটেস্ট iPhone 16 Pro-ও পাওয়া যাচ্ছে ১০ হাজার টাকা ছাড়ে। আসুন দেখে নেওয়া যাক সেরা কিছু ডিল।
Samsung Galaxy S24+ 5G
এই ফ্ল্যাগশিপ ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯৯,৯৯৯। এখন এটি ফ্লিপকার্টে ৫৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত, যার উপর ব্যাঙ্ক অফারে আরও ৩,০০০ টাকা ছাড়ে কার্যকর দাম দাঁড়ায় ৫১,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, এক্সিনস ২৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৪৯০০ এমএএইচ ব্যাটারি।
iPhone 16 Pro
আইফোন ১৬ প্রো এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় মূল্য ১,২৯,৯০০ টাকা থাকলেও, বর্তমানে এটি ১,০৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই দামে সুপার রেটিনা XDR ডিসপ্লে, এ১৮ প্রো চিপসেট ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপসহ ফোনটি একটি দুর্দান্ত চয়েস।
Vivo T3 Pro 5G
ভিভো টি৩ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১৮,৯৯৯ টাকা, যেখানে লঞ্চের সময় দাম ছিল ২৪,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং।
Nothing Phone (2a)
এই ফোনটি ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যার লঞ্চের সময় দাম ছিল ২৩,৯৯৯ টাকা। এতে আছে AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
Realme P3X 5G
রিয়েলমি পি৩এক্স ৫জি মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। বাজেটের মধ্যে এই ফোনটি দারুণ একটি বিকল্প। এতে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি, AMOLED ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।