Flipkart Big Bachat Days Sale: ১১ হাজার দাম কমলো জবরদস্ত ফিচারের Moto Edge 50 Pro ফোনের, নতুন ডিভাইস আসতেই সুখবর | Moto Edge 50 Pro Discount
মোটোরোলা আজ অর্থাৎ ২ এপ্রিল মোটো ৬০ ফিউশন লঞ্চ করেছে। নতুন স্মার্টফোনটি ভারতীয় বাজারে প্রবেশের পরপরই, আরও এক শক্তিশালী Moto Edge 50 Pro-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিল কোম্পানি। গত বছর এপ্রিলে প্রিমিয়াম মূল্যে লঞ্চ হয়েছিল এই ফোন। এখন তার থেকে অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছে। মোটোরোলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে, Moto Edge 50 Pro-তে একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে ফটোগ্রাফি এবং গেমিং প্রেমীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প করে তুলেছে। ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে এই ফোনের উপর ছাড় ঘোষণা করা হয়েছে।
বর্তমানে, মোটো এজ ৫০ প্রো ফ্লিপকার্টে ৪১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে ক্রেতারা ২৮ শতাংশ ছাড় পাবেন, যার ফলে দাম কমে মাত্র ২৯,৯৯৯ টাকায় নেমে এসেছে। এই প্রথমবারের মতো এই হাই-এন্ড ডিভাইসের উপর এত বেশি ছাড় দেওয়া হল। দাম কমানোর পাশাপাশি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট।
আপনি যদি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়াও, এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আরও টাকা সাশ্রয় করা যাবে। পুরানো ফোন বদলে ২৭,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। যদিও সঠিক এক্সচেঞ্জ মূল্য আপনার ডিভাইসের অবস্থার উপর নির্ভর করবে।
তবে, যদি আপনি ১২,০০০ টাকার এক্সচেঞ্জ মূল্য পেতে পারেন, তাহলে আপনি এই প্রিমিয়াম স্মার্টফোনটি ১৮,০০০ টাকারও কম দামে কিনতে পারবেন।
এই মোটো ডিভাইসে ৬.৭ ইঞ্চি পিওলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং এটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে এবং এটি তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে। মিলবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ৩ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেল, ১০ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত। আর সেলফি এবং ভিডিয়ো কলের জন্য উপলব্ধ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও, ১২৫ ওয়াট দ্রুত চার্জিং-সহ একটি বিশাল ৪৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই স্মার্টফোনে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে সাসপেন্স যেন শেষ হওয়ার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে লাখ টাকার গাড়ি নামে পরিচিত Tata Nano আবারো নতুন…
সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র ৪০০ দিনে ধনী হওয়া স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় স্টেট ব্যাংক (State Bank…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার জামশেদপুরের ঘরের মাঠে সেরা একাদশ নিয়ে নামতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতীয় রেলের খাবারের (Train Food) গুণগত মান নিয়ে বরাবরই একটা প্রশ্ন বারবার…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কোটি কোটি ইপিএফও (EPFO) সদস্যদের জন্য রইল বিরাট সুখবর। জানা গিয়েছে, সরকার…
This website uses cookies.