Flipkart Big Bachat Days Sale: কাল শেষ হচ্ছে ধামাকা সেল, ১০ হাজার টাকার কমে কিনুন Vivo থেকে Realme এর জনপ্রিয় ফোন | Vivo T3 Lite 5G to Realme C61 under 10000

আপনি যদি ১০,০০০ টাকার কম দামে নতুন ফোন নিতে চান তাহলে সেরা সুযোগ আপনার সামনে। আসলে ফ্লিপকার্টে চলমান বিগ বাচাত ডেজ সেলে আপনি Motorola, Vivo এবং Realme ব্র্যান্ডের স্মার্টফোন ১০,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। সেল চলাকালীন এই সংস্থাগুলির ডিভাইসে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে লোভনীয় এক্সচেঞ্জ অফার। এই সেল শেষ হবে আগামীকাল, ৫ মার্চ। চলুন এই সেলে ১০ হাজার টাকার কমে কোন কোন ফোন পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  Samsung Galaxy S23 Ultra Discount: চমৎকার ক্যামেরা, অর্ধেক দামে Samsung Galaxy S23 Ultra, মিলছে ৭৯ হাজার টাকা ডিসকাউন্ট | 200 Megapixel Camera Samsung Galaxy S23 Ultra

Flipkart Big Bachat Days সেলে স্মার্টফোনের উপর অফার

Motorola G35 5G

মোটোরোলা জি৩৫ ৫জি এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের বিগ বাচাত ডেজ সেলে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে ৬,৮০০ টাকা পর্যন্ত দাম কমানো যাবে। মোটোরোলার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  স্যামসাং গ্যালাক্সি এস২৫ নাকি ভিভো এক্স২০০ ফোন সেরা

Vivo T3 Lite 5G

ভিভো টি৩ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আবার ব্যাঙ্ক অফারে ফোনের দাম ১,০০০ টাকা কমাতে পারবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক রয়েছে। এছাড়াও পাওয়া যাবে ৭,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট। ফিচারের কথা বললে, ডিভাইসে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর আছে।

READ MORE:  iQOO 15 Pro Features: 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, iQOO 15 কবে বাজারে আসবে | Snapdragon 8 Elite 2 Processor

Realme C61

রিয়েলমি সি৬১ ডিভাইসের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে‌ মাত্র ৭৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে আছে ৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে মিলবে ৫,২০০ টাকা ডিসকাউন্ট। এই রিয়েলমি ফোনে HD+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। ফোনটি ইউনিসোক টি৬১২ প্রসেসরে চলে।

Scroll to Top