আজ ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডে সেলের শেষ দিন। এই সেলে স্মার্টফোনের উপর বিশেষ অফার পাওয়া যাচ্ছে। যেকারণে 10 হাজার টাকার কম দামে ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে। এই ডিভাইসগুলির সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার সহ ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। সাথে রয়েছে বিশেষ এক্সচেঞ্জ অফার। এই প্রতিবেদনে আমরা ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডে সেলে Poco, Realme এবং Infinix এর তিনটি ফোনের উপর পাওয়া ডিসকাউন্ট অফার সম্পর্কে বলবো।
POCO C75 5G
পোকো C75 5G এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,999 টাকা। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের 6,350 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। পোকোর এই ফোনে 6.88 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। পারফরম্যান্সের জন্য এখানে স্ন্যাপড্রাগন 4s জেন 2 ব্যবহার করা হয়েছে।
Realme C63 5G
এর 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট সেলে 10,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে এর সাথে হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপর ডিভাইসটি 9,999 টাকায় আপনার হতে পারে। আবার 5 শতাংশ ক্যাশব্যাক পেতে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে পারেন। এই ফোনের উপর 8,900 টাকার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। রিয়েলমির এই ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ডাইমেনসিটি 6300 প্রসেসর, 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত।
Infinix SMART 9 HD
ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ফোনের দাম 6,699 টাকা, যেখানে 3GB র্যাম এবং 64GB স্টোরেজ পাওয়া যাবে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আর পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে 5200 টাকার লাভ পাওয়া যাবে। এতে আছে 6.7 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি ও 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।