Flipkart Big Saving Days Sale: অবিশ্বাস্য অফার, ৭ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির ফোন | Motorola Smartphone Under 7000 Rupees
আপনি যদি ৭ হাজার টাকার মধ্যে নতুন ফোন খুঁজে থাকেন, তাহলে ফ্লিপকার্টে লোভনীয় ডিল দেওয়া হচ্ছে। এই ডিলে, আপনি অনেক কম দামে Motorola G05 কিনতে পারবেন। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অফারে ৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আর ১৩ মার্চ পর্যন্ত চলা ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেল চলাকালীন এই ফোনটি আরও ৫ শতাংশ ছাড়ে (৭৫০ টাকা পর্যন্ত) বিক্রি হচ্ছে। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
আবার এক্সচেঞ্জ অফারে আপনি ৪,৯৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে Motorola G05 বাড়ি নিতে আসতে পারবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে উপলব্ধ ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
মোটোরোলা জি০৫ ফোনে ১৬০৪x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি ১০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
এই স্মার্টফোনে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এছাড়াও থাকছে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম। এর ফলে ডিভাইসটির মোট র্যাম ১২ জিবি পর্যন্ত হতে পারে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মোটোরোলা জি০৫ ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
দুর্দান্ত সাউন্ডের জন্য এই হ্যান্ডসেটে ডলবি অ্যাটমস রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল ৪জি ভোল্টি, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.৪ জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাকের বিকল্প আছে।
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
This website uses cookies.