লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Flipkart OMG Gadgets Sale: আজ রাতেই অফার শেষ, Infinix ফ্লিপ 5G স্মার্টফোন অবিশ্বাস্য দামে কেনার সেরা সুযোগ হাতছাড়া করবেন না | Infinix Zero Flip 5G Smartphone 37 Percent Off

Published on:

ফোল্ডেবল ফোনের চাহিদা বাজারে ধীরে ধীরে বাড়ছে। আগে ডিভাইসগুলি আল্ট্রা প্রিমিয়াম বিভাগে আসতো। তবে এখন ইনফিনিক্স, টেকনো ও মোটোরোলার মতো ব্র্যান্ড কম দামে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করছে। আপনি ৫০ হাজার টাকার কমে এখন ফোল্ডেবল ফোন কিনতে পারবেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন চলছে ওএমজি সেল।আজই এই সেল শেষ হবে। এই সেলে অনেক কম দামে Infinix এর ক্ল্যামশেল ডিজাইনের একটি ফোল্ডেবল ফোন বিক্রি হচ্ছে। আসল দামের তুলনায় এটি প্রায় ৪০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আসুন এই ডিভাইসের নাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Infinix Zero Flip 5G ফ্লিপকার্ট সেলে সস্তায় কিনুন

ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ওএমজি সেলে এটি ৩৭ শতাংশ ছাড়ে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফ্লিপ স্মার্টফোনটি দুটি কালারে পাওয়া যাবে- রক ব্ল্যাক এবং ব্লসম গ্লো।

READ MORE:  Samsung Galaxy M06 5G Price Cut: 50MP ক্যামেরা সহ সবচেয়ে বেশি বিক্রি হওয়া Samsung 5G ফোন অতিসস্তায়, দাম ৯ হাজার টাকার কম

ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ফ্লিপকার্ট এই ডিভাইসের সাথে ২,০০০ টাকা ছাড় দিচ্ছে। এই অফারটি সমস্ত ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাচ্ছে। এছাড়াও আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এছাড়া ৬ মাসের নো কস্ট ইএমআই অফার পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।

READ MORE:  অভিনব ডিজাইন ও ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে আসছে Infinix Note 50X 5G

Infinix Zero Flip 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি স্মার্টফোনে আছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPO AMOLED ডিসপ্লে আছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৪০০ নিট। হ্যান্ডসেটটি গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ এসেছে এতে ৩.৬৪ ইঞ্চি বড় কভার ডিসপ্লেও উপস্থিত। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য আছে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলে।

Infinix Zero Flip 5G স্মার্টফোনের ব্যাক সাইডে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এথে ডুয়াল ফ্ল্যাশও রয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটির সামনেও ডুয়েল ফ্ল্যাশও আছে।

READ MORE:  Huawei Enjoy 80 Launched: 15 হাজার টাকার কমে 6620mAh ব্যাটারি ও 8GB র‌্যাম সহ লঞ্চ হল Huawei Enjoy 80

ভালো ফটোগ্রাফির জন্য এতে নাইট, পোর্ট্রেট, স্লো মোশন, টাইম-ল্যাপস, এআর শট, ডকুমেন্ট, সুপার ম্যাক্রো, প্যানারোমা, স্কাই শট, প্রো, ডুয়াল ভিডিও, লং এক্সপোজার এবং ওয়াইড সেলফি সাপোর্ট করবে। স্মার্টফোনটি ৪৭২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এই ব্যাটারি ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.