Flipkart omg gadgets sale: ৪৫ হাজার টাকা ছাড়, সেরা ক্যামেরার Samsung Galaxy S24 Plus 5G সবচেয়ে সস্তায় কেনার সুযোগ | Samsung Galaxy S24 Plus 5G Discount
সুমন পাত্র, কলকাতা: যদি আপনি স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোন কম দামে কিনতে চান, তাহলে এটাই সঠিক সময়। কারণ Samsung Galaxy S24 Plus 5G এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের মডেলের দাম ৯৯,৯৯৯ টাকা হলেও, এটি ফ্লিপকার্ট সেলে ৪৩ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় অর্ধেক দামে ডিভাইসটি কেনা যাবে। ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারও রয়েছে। এরপর স্মার্টফোনটি অনেক কম মূল্যে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস ৫জি এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ৯৯,৯৯৯ টাকা। তবে Flipkart ওএমজি গ্যাজেটস সেলে এটি ৪৩,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এরপর এটি ৫৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এর পাশাপাশি রয়েছে প্রায় ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলে। এই স্মার্টফোনে অনেক Galaxy AI ফিচার পাওয়া যায়।
ফটোগ্রাফির জন্য Galaxy S24 Plus 5G মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Poco F7 Pro এবং F7 Ultra আগামী ২৭শে মার্চ সিঙ্গাপুরে লঞ্চ হতে…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটা স্মার্টফোনের আগমনের রেশ না কাটতেই আরও একটা ফোনের খবর। রিয়েলমি যেন…
ভারতীয় রেল হলো দেশের পরিবহনের লাইফলাইন, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। ট্রেনে সফর…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা FD-এর নাম।…
ধনী হওয়া সহজ নয়, কিন্তু অবাস্তবও কোন কিছু নয়। আচার্য চাণক্যের (Chanakya) এই নীতি সত্যিই…
iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের…
This website uses cookies.