Flipkart OMG Gadgets Sale: ১০ হাজার টাকার কম দামে সেরা 5G স্মার্টফোন, Redmi থেকে Vivo আছে লিস্টে | 5G Phones Under Rs 10000

ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে। তাই এই সময় আপনি যদি নতুন ফোন কিনতে চান তাহলে সেলের অফারগুলি কাজে লাগাতে পারেন। এখানে আমরা সেলে ১০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা কয়েকটি 5G ফোন সম্পর্কে বলবো। এই লিস্টে আছে রেডমি, পোকো, ভিভো এবং মোটোরোলার মতো ব্র্যান্ডের ফোন।

১০ হাজার টাকার কমে 5G স্মার্টফোন

Vivo T3 Lite 5G

ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে অফারের পর ভিভো টি৩ লাইট ৫জি কেনা যাবে ৯,৯৯৯ টাকায়। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এটি ম্যাজেস্টিক ব্ল্যাক এবং ভাইব্র্যান্ট গ্রিন এই দুটি রঙে কেনা যাবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP54 রেটিং আছে।

READ MORE:  ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

Moto G35 5G

১০ হাজার টাকার কমে ভালো ৫জি স্মার্টফোন কিনতে চাইলে মোটো জি৩৫ ৫জি বেছে নিতে পারেন। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর আসে ব্যাঙ্ক অফারও আছে। এই স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইউনিসক টি৭৬০ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি মিডনাইট ব্ল্যাক, লিফ গ্রিন এবং পেয়ারা রেড কালার অপশনে কেনা যাবে। ডিভাইসটি IP52 রেটিং সহ এসেছে।

READ MORE:  Samsung Galaxy F06 5G vs Redmi 14C 5G: ১২ হাজার টাকার কমে স্যামসাং নাকি রেডমি ফোন সেরা হবে | Best Smartphone Under 12000

POCO C75 5G

ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৭,৯৯৯ টাকায়। অন্যান্য অফারের সুবিধা নিতে পারলে এর দাম আরও কমানো যেতে পারে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এনচ্যান্টেড গ্রিন, সিলভার স্টারডাস্ট, অ্যাকোয়া ব্লিস, এই তিনটি কালারে কেনা যাবে।

Redmi 14C 5G

ফ্লিপকার্ট সেলে ১০,০০০ টাকার মধ্যে এটি পাওয়া যাচ্ছে। ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ জেন ৩ চিপসেট এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এটি তিনটি রঙে কেনা যাবে – কালো, বেগুনি এবং নীল।

READ MORE:  সস্তায় অনলাইন কেনাকাটার দিন শেষ? ক্রেতাদের উপর প্রোটেক্ট প্রমিজ ফি চাপাচ্ছে Flipkart

Redmi 13C 5G

১০ হাজার টাকার কমে একটি ভালো ৫জি ফোন এটি। এর ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ৮,৯৯৯ টাকায়। ফিচারের কথা বললে, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি কালো, সবুজ এবং সিলভার এই তিনটি কালারে কেনা যাবে।

Scroll to Top