Flipkart OMG Sale: হাজার হাজার টাকা ছাড়ে ৫০+৫০+৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, তাড়াতাড়ি কিনুন | Redmi Note 14 Pro+ 5G 50MP Triple Camera

চলছে ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন অনেক কম দামে বিক্রি হচ্ছে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কিনতে চান তাহলে সেলের অফারগুলি কাজে লাগাতে পারেন। এই প্রতিবেদনে আমরা Redmi Note 14 Pro+ 5G ডিভাইসের সাথে পাওয়া অফারের বিষয়ে বলবো। ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসা এই স্মার্টফোনটি সেলে বাম্পার অফারে পাওয়া যাচ্ছে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

Redmi Note 14 Pro+ 5G এর সাথে ধামাকা সেল অফার

রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৪,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে এটি ৩০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ ১১ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট ভোগ করা যাবে।

READ MORE:  Flipkart OMG Sale: বিরাট সস্তায় ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাওয়ারফুল Realme ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবিশ্বাস্য অফার | Realme GT 6 Price

এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি কিনতে চাইলে পাবেন ১,৫৫০ টাকা ক্যাশব্যাক। স্মার্টফোনটি ৯ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৬,১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আর নির্বাচিত মডেলে ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

READ MORE:  Redmi Note 14s Launched: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi Note 14s লঞ্চ হল, কম দামে ৮ জিবি র‌্যাম ও বড় ব্যাটারি | Redmi Note 14s Price

Redmi Note 14 Pro+ 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি এর সামনে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ২৭১২ x ১২২০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 14 Pro+ 5G এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Flipkart OMG Sale: পুরো ৯০০০ টাকা সস্তা, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V40e 5G অবিশ্বাস্য দামে | Vivo V40e 5G Limited Time Discount Offer

সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। আর ডিভাইসটি আইপি৬৮ রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধ করবে।

Scroll to Top