Flipkart Sale Offer: ১০ হাজার টাকার কমে Vivo T3 Lite 5G, এমন অফার হাতছাড়া করলে পস্তাবেন | Vivo T3 Lite 5G Smartphone Under 10000

দুর্দান্ত ক্যামেরা ও চমৎকার পারফরম্যান্সের 5G ফোন চাইলে এখন বাজারে বেশ কয়েকটি বিকল্প উপস্থিত। তবে এক্ষেত্রে আমরা ভিভোর টি-সিরিজের ডিভাইস বেছে নিতে বলবো। এই সিরিজের Vivo T3 Lite 5G মডেলেটি এখন বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। ৫০ মেগাপিক্সেল সনি এআই ক্যামেরা সহ আসা স্মার্টফোনটি কিনতে পারবেন ১০ হাজার টাকার কমে।

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ডিভাইসটির উপর ছাড় দেওয়া হচ্ছে। এর সাথে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাওয়া যাবে। Vivo T3 Lite 5G ডিভাইসে আছে ভার্চুয়াল র‌্যাম সহ মোট ৮ জিবি র‌্যাম, ডুয়েল-মোড ৫জি সহ একাধিক সাপোর্ট।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi সহ Samsung ফোন, ২০ হাজার টাকার কমে সেরা মোবাইল | 200 Megapixel Camera smartphone Under 20000

Vivo T3 Lite 5G ফোনের সাথে অফার

ভিভো টি৩ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এই মুহূর্তে ফ্লিপকার্টে মাত্র ১০,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এরপর ডিভাইসটির দাম পড়বে ১০ হাজার টাকার কম।

আপনি এই ফোনের সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও নিতে পারবেন। পুরনো ফোনে এক্সচেঞ্জ করে ৭,১৫০ টাকা পর্যন্ ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে আপনি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার একসাথে নিতে পারবেন না। ভিভো টি৩ লাইট ৫জি ভাইব্র্যান্ট গ্রিন এবং ম্যাজেস্টিক ব্ল্যাক কালার অপশনে উপস্থিত।

READ MORE:  ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo F27 5G অনেক সস্তায় নিজের করুন, রয়েছে দুর্দান্ত রিয়ার ক্যামেরাও

Vivo T3 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ লাইট ৫জি ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৪০ নিটসের পিক ব্রাইটনেস সহ ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। ভাল পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে প্যানেলে ৫০ মেগাপিক্সেল সনি এআই ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  iPhone 15 এর থেকে এই কারণে ভালো হবে iPhone 16e, কেনার আগে অবশ্যই জানুন