ই-কমার্স সাইট Flipkart নিয়ে আসছে Sasa Lele Sale। ২ মে ২০২৫ থেকে ৮ মে ২০২৫ পর্যন্ত এই সেল চলবে। এই সেলে POCO-র জনপ্রিয় ‘M’ এবং ‘X’ সিরিজের একাধিক স্মার্টফোন বিশাল ডিসকাউন্টে কেনা যাবে। তাই যারা বাজেটের মধ্যে দুর্দান্ত 5G ফোন খোঁজ করছেন, তাদের জন্য সেরা সুযোগ এনে দিচ্ছে Flipkart Sasa Lele Sale।
POCO M7 5G
ফ্লিপকার্ট সাসা লেলে সেলে সবচেয়ে সস্তায় পাওয়া যাবে POCO M7 5G। ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ, এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট মাত্র ৯,৪৯৯ টাকায় বিক্রি হবে, আবার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হবে ১০,৬৯৯ টাকায়। এতে আছে ৬.৮৮ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫১৬০ এমএএইচ ব্যাটারি।
POCO M7 Pro 5G
POCO M7 Pro 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ৩,০০০ টাকা ছাড়ে মাত্র ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট মিলবে ১৩,৯৯৯ টাকায়। ফিচারের কথা বললে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা (OIS সহ), এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
POCO X7 Pro 5G
POCO X7 Pro 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে মাত্র ১৫,৯৯৯ টাকায়, আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৭,৯৯৯ টাকায় বিক্রি হবে। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ), OIS যুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট সহ ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।